সর্বধর্মসমন্বয় যে করবেন, তা ইসলাম ও খ্রীষ্টধর্মের সারতত্ত্বটি জানা আছে তো?
সর্বধর্মসমন্বয় যে করবেন, তা ইসলাম ও খ্রীষ্টধর্মের সারতত্ত্বটি জানা আছে তো?
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
শিক্ষিত হিন্দুরা খুব সর্বধর্মসমন্বয় নিয়ে মাতামাতি করেন কিন্তু যাঁদের কেন্দ্র করে তা করেন, সেই মুসলমান ও খ্রীষ্ঠানরা কিন্তু ভুলেও ও পথে পা বাড়ান না | কারণ তাঁরা এই সব কপট হিন্দুর মত ভণ্ড নন | তাঁরা তাঁদের ধর্মমতটি ভালভাবে জানেন ও সেইমত চলেন | নিজের মনগড়া ধর্ম বানিয়ে নিয়ে উৎসব শুরু করে দেন না থেকে থেকে | এই জন্য আমি তাঁদের সম্মান করি |
যেদিন এই সব মুসলমান ও খ্রীষ্টানরা বোধোদয়হেতু হিন্দুধর্ম গ্রহণ করবেন, সেদিন তাঁরা এই সব ভণ্ড কপটসমন্বয়কারি তথাকথিত হিন্দুদের চেয়ে অধিক নিষ্ঠাপূর্বক ধর্মাচরণ করবেন | সেই রকমই ইতিহাসেও দেখা যায়, যেমন অতীতে হামপিতে ও অধুনা ইস্কনে, প্রত্যাবর্তনকারি অথবা ভিন্ন পন্থা হতে ধর্মান্তরিত হিন্দু কত ধর্মনিষ্ঠ হন, বলিষ্ঠ, সাহসি হন ও স্বীয়ধর্ম রক্ষাকল্পে ও তার প্রচারকার্যে কি পরিমাণ যত্নশীল হন | কপট হিন্দু ভায়ারা, শিখুন |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment