Monday, 29 April 2024

POESY BENGALI

POESY BENGALI


পুরানো সেই ফোনের শেষে

Vanish করে যায় ও সে,

আমি হেথা বসে বসে,

যাই ধসে ধসে |


মুই প্রাতঃপ্রণাম যখনই পাই,

পৌঁছবারতা তৎপরেই যে ঠাঁই,

তাহার পরেই পালাই পালাই,

আর তো দেখা নাই |


ওরে, কত কাজ করবি রে তুই,

ভেবে সারা পাইনে তো মুই,

পুষ্প ডুমুর, নয় তো সে জুঁই,

এই ভাবনা নিয়েই ঊষায় যে শুই |


এখন দিনের শেষে পূজোয় বসে,

একটু হেসে, একটু কেশে,

দিবি রে তুই গুলের দেশে

মস্ত বড় ঘুষে | (bribe)

No comments:

Post a Comment