মানুষ বড় হালকা, লঘুচিত্ত
মানুষ বড় হালকা, লঘুচিত্ত
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
মানুষ বড় হালকা, লঘুচিত্ত | শুধু ওপর ওপর ভাসেন | কোন লেখারই অন্তর্নিহিত মর্ম বুঝতে চেষ্টা করেন না | Epidermal scratching everywhere, no core comprehension. এটি সাংস্কৃতিক অবনমনের নিশ্চিত নিদর্শন |
বিশ্বগুরু হওয়া আর হল না | শিষ্যত্বেই উন্নীত হতে পারলাম না আমরা |
সত্যজিতের ভাষায়, "এখন তো সবই নিম্নগামী |"
ঠাকুর বলতেন, "ওপর ওপর ভাসলে কি হবে? ডুব দাও |"
জনসংখ্যা বৃদ্ধি ও সেই হেতু অতিরিক্ত লোকব্যবহার মানুষের মনঃসংযম কমিয়ে দিয়েছে | ফলে মননশীলতা হ্রাস পেয়েছে ও তার সাথে চিন্তার গভীরতা | ক্ষুদ্রাধার জন্মাচ্ছেন প্রচুর কিন্তু বৃহদাধারের আবির্ভাব ক্রমশঃ কমে যাচ্ছে | তাঁরা জন্মাবেন যে, জননী কোথায় যিনি এমন প্রশস্তগর্ভা যে তিনি ধারণ করতে পারেন এই সব মহারথীদের ? ফলে নিম্নাধারের প্রাদুর্ভাব সমাজসংসারে যার অবধারিত পরিণতি সাংস্কৃতিক অবনমনে |
তাই বলছিলাম, মানুষ বড় হালকা, লঘুচিত্ত আজ | শুধু ওপর ওপর ভাসেন |
এই নিম্নগামী স্রোতকে ঊর্ধ্বগামী করতে হবে | এটিই স্বাধীনতার সাধনা হ'ক, বিবেকবান নাগরিকের জীবনব্রত |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment