হিন্দুর রক্ষণার্থে
হিন্দুর রক্ষণার্থে
●●●●●●●●●●●
ব্যক্তির যেমন ভবিষ্যৎ আছে, জাতিরও তেমনি ভবিষ্যৎ আছে | ব্যক্তির যেমন অর্থসঞ্চয় প্রয়োজন, জাতিরও তেমন মানবসম্পদ সঞ্চয় প্রয়োজন | উচ্চবর্ণের হিন্দুর সন্তান বিশেষ হচ্ছে না | এতে সাংস্কৃতিক অবনমন হচ্ছে দেশের | হিন্দুর জনসংখ্যা প্রায় হ্রাস পেতে চলেছে অথচ মুসলমানের জনসংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে | এতে সনাতন ধর্ম ধ্বংস হবে অনতিকাল পরেই | দেশে ইসলামীয় শাসন বসবে ঠিক যেমন আফগানিস্তানে, পাকিস্তানে ও প্রচ্ছন্নভাবে বাংলাদেশে বসেছে | সবার আগে পতন হবে কেরালা, পশ্চিমবঙ্গ ও আসামের, তারপর বাকি দেশের | যদি শরিয়াশাসন না চান তো হিন্দুর জনসংখ্যা বাড়ান নিম্নলিখিত উপায়ে :
১) প্রতিটি দম্পতির ঠাকুর যেমন বলেছিলেন তেমনই তিনটে চারটে সন্তান হোক |
২) হিন্দু সন্তানের প্রতিপালন ও শিক্ষার ভার নেওয়ার জন্য বড় বড় হিন্দু শিল্পপতিরা এগিয়ে আসুন | প্রতিটি পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হোক |
৩) সাংবিধানিক সংশোধন দ্বারা ভারতবর্ষ 'হিন্দু রাষ্ট্র' ঘোষিত হোক |
৪) হিন্দু বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপিত হোক পর্যাপ্ত পরিমাণে যেখানে সংস্কৃত শেখানো হবে বিজ্ঞান, ইতিহাস, ভূগোল ইত্যাতির সাথে সাথে |
৫) সনাতন ধর্মে প্রত্যাবর্তনের জন্য সকল বাধা তুলে ফেলতে হবে | হিন্দু হওয়ার পথকে সুগম করা হোক | নবাগত হিন্দুদের জন্য সর্ববর্ণ, সর্বজাতির দ্বার খোলা রাখা হোক |
৬) হিন্দুদের শুধু নিজধর্ম শিখলেই হবে না, পরধর্মও বুঝতে হবে | ইসলাম ও খ্রীষ্ট মতও অধ্যয়ণ করতে হবে | তবে এই দুই মতের হিন্দুধর্মান্তরণের মতলব তারা বুঝতে পারবে ও আত্মরক্ষায় সতর্ক থাকবে |
৭) ইসলাম ও খ্রীষ্ট মতের দার্শনিক সারশূণ্যতা দেখিয়ে দিতে হবে গ্রন্থরচনার দ্বারা, বক্তৃতার দ্বারা ও ইন্টারনেটের সাহায্যে |
৮) প্রাক্তন মুসলমানদের (Ex-Muslims) ও প্রাক্তন খ্রীষ্টানদের (Ex-Christians) সর্বরকম সহায়তা করতে হবে যাতে তারা ইসলাম ও খ্রীষ্ট মতের স্বরূপ জনসমক্ষে আনতে পারে |
৯) প্রায়ই দেখা যায় মুসলমানরা শয়ে শয়ে, হাজারে হাজারে রাস্তায় নেমে পড়ে হিংসাত্মক কাণ্ড বাঁধায় | এ সবের মোকাবিলা করার জন্য হিন্দুদের সামরিক শিক্ষা অধিক পরিমাণে করতে হবে | আত্মরক্ষাশিক্ষা ও সাহসশিক্ষা প্রতিদিন অনুশীলন করতে হবে |
১০) প্রতিটি হিন্দুর প্রাণ প্রতিটি হিন্দুর জন্য স্পন্দিত হবে, এই আদর্শ সর্বদা সামনে রাখতে হবে |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment