Friday 5 April 2024

কে শোনে ঠাকুরের কথা ?



কে শোনে ঠাকুরের কথা ?

---------------------------


ঠাকুর বলেছিলেন, "কামিনীকাঞ্চন ত্যাগ |" আর আজ দেখছি দেশ জুড়ে কাঞ্চনেরই নিত্যপূজা | অবতারের বাণী আর কে শোনে ? প্রধানমন্ত্রী থেকে বাণিজ্যপতিরা অপ্রধান জনসাধারণকে লোভের নাগপাশে আবদ্ধ করায় ব্রতী, বিজ্ঞাপনের এমনই প্রভাব | বৈশ্যবৃত্তির ধর্মাচরণ ছেড়ে ধনতন্ত্রের আবৃত রক্তশোষণ পূর্ণমাত্রায় প্রকাশিত আজ | এর নাম প্রধানমন্ত্রীর প্রগতি, ত্যাগভূমি ভারতবর্ষের বিকাশ | মূল্যবোধের সর্বনাশ করে, মূল্যবৃদ্ধির চুড়ান্ত করে, মনুষ্যত্বকে জড় ঐশ্বর্যলাভের নিমিত্ত অনুষ্ঠিত যজ্ঞের যূপকাষ্ঠে নিঃসংকোচে বলি দিয়ে, দেশের সম্পদ মুষ্টিমেয় বনিকের হাতে অবলীলায় তুলে দিয়ে, ভবিষ্যতের অলীক সুখকল্পনায় মানুষকে মোহান্বিত করে দেশের বিকাশই হয়ে চলেছে বটে ! যখন ঘুম ভাঙবে তখন কল্পনাবিলাস আর বিকাশের প্রভেদ বুঝবে মানুষ | 


চাই উপযুক্ত শিক্ষা, স্বাস্থোন্নয়ন, বিজ্ঞাপনের নয়---বিজ্ঞানের বহুল অগ্রগতি, সর্বসাধারণের বিজ্ঞানমনস্কতা, সুশাসন, সুবিচার, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ, অপ্রতিহত গণতন্ত্র, প্রশাসনিক দূরদর্শিতা, ধনী-নির্ধনের ধনবৈষম্য হ্রাস, বহির্শত্রুর মোকাবিলায় দেশের সঠিক সুরক্ষা ও ভৌগলিক সার্বভৌমত্ব রক্ষা, এবং সর্বোপরি জনসাধারণের সাংস্কৃতিক উন্নয়ন | শীর্ষনেতৃত্বের চরিত্রগঠন প্রয়োজন দেশবাসীর সমক্ষে আদর্শরূপে প্রতীত হওয়ার জন্য যা একান্ত আবশ্যক | নচেৎ, হতাদর্শ যুবকুল আগামী দিনের অনুর্বর প্রজন্মরূপে সুজলাসুফলা মাতৃভূমিকে নিষ্ফলা মরুভূমিতে পরিণত করবে | সাবধান ! এখনও সময় আছে | কামের ও অর্থের নির্লজ্জ বোধন বন্ধ করে ধর্ম ও মোক্ষের দ্বারোদ্ঘাটন করো | সত্যের প্রতিষ্ঠাকল্পে সর্বদ্বার খুলে দাও | মানুষের দেবত্বে উদ্বোধন হোক | এই ধর্ম, এই পথ, দেশের বিকাশের | 


দেশের মানুষের সার্বিক উন্নতিই দেশের বিকাশ | তার জন্য ৫ ট়্রিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন নেই, ২০৪৭ পর্যন্ত অপেক্ষা করাও অনাবশ্যক | সদিচ্ছা থাকলে এখনই হয় | কিন্তু সেই সদিচ্ছাটি চাই | বন্দে মাতরম !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment