Wednesday 17 April 2024

IN RESPONSE TO A PUERILE ANALYSIS OF GENIUS BY AN ESTEEMED ONE IN HIS EARLY YEARS


*পাগল না হলে কেহ বড় হইতে পারে না।*


"পাগল না হলে কেহ বড় হইতে পারে না।  কিন্তু, সকল পাগল বড় হয় না।  All mad men do not become great men of genius  কেন? শুধু পাগল হইলে চলে না।  আরও কিছু চাই।  পাগলামির ভিতর আত্মসংযম হারাইলে কোন প্রশ্নের মীমাংসা হইতে পারে না।  আবেগের ভেতর আত্মস্থ হওয়া চাই।  তাহা হইলে (then & only then) জীবনটাকে একটা constructive basis এর উপর প্রতিষ্ঠিত করিতে পারা যায়।  emotion বা আবেগ সংযম করে - দীর্ঘ চিন্তা চাই।  আবেগ না থাকিলে চিন্তা অসম্ভব  কিন্তু শুধু আবেগ থাকিলে চিন্তার ফল ফলে না।  অনেকে আবেগবান কিন্তু ভাবিতে চায় না - অনেকে ভাবিতে জানে না - [অনেকে?] ভাবিয়াও কুল পায় না।"


      *~ সুভাষ চন্দ্র বসু* [সে সময়কার নিকটতম বন্ধু হেমন্তকুমার সরকারকে [জন্ম ১৭ই নভেম্বর ১৮৯৬; অর্থাৎ সুভাষচন্দ্র বসুর থেকে মাস দুয়েকের বড়] লেখা ১৬/৯/১৯১৫ তারিখের একটা চিঠির কিয়দংশ। সুভাষ চন্দ্র বসু তখন  কলকাতার প্রেসিডেন্সি কলেজে তৃতীয় বছরের (অর্থাৎ বি-এ- অনার্স, প্রথম বছরের) ছাত্র। তাঁর বয়স তখন ১৮ বছর ৭ মাস ২৩ দিন।]


🌿🌻🙏 *Jai Hind!*🙏🌻🌿



IN RESPONSE TO A PUERILE ANALYSIS OF GENIUS BY AN ESTEEMED ONE IN HIS EARLY YEARS


This is a rather immature and poor comprehension of genius which essentially springs from the deeper wells of the Spirit, that too from its original aspects which passeth understanding as such, for mere emotion or thought, if even deep enough, cannot suffice to bring forth that rarest combination of responses in the system that may be hailed as genius. Genius cannot be routinised thus by ordinary rationalisation as the lad Subhas has here embarked upon. It is expression of a subtle state of the being made manifest by circumstance, individuality of a rare kind and other intangible factors which are spontaneous but elude understanding in routine terms as men lacking such genius are prone to applying in pursuit of unravelling the secrets they however fail to even touch the outer apparel of. Men of genius are understood, if at all and in whatsoever mean measure, by themselves. Others of lesser endowment merely throw pebbles in the pool to plumb its depths.


Written by Sugata Bose

No comments:

Post a Comment