Wednesday, 17 April 2024

যদি আর একটা বিবেকানন্দ থাকত !


যদি আর একটা বিবেকানন্দ থাকত !

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●


স্বামীজীর প্রতিনিধিত্ব সেই সাধুই একমাত্র করতে পারেন যিনি বিপ্লবীদের ন্যায় নির্ভীক, যিনি বিশ্বযুদ্ধে বিপদ দেখে শিষ্যশিষ্যাদের মরণসংকটে ফেলে অন্যত্র পলায়ন করেন না, যিনি দেশবিভাজনকালে আশ্রম গুটিয়ে রণে ভঙ্গ দেন না, যিনি স্বীয় রচনায় স্বামীজীর অনভিপ্রেত বহুল উদ্ধৃতি দিয়ে নিজ স্বকীয়তার অভাব নিয়ত প্রদর্শন করেন না, যিনি সংঘগত স্বার্থে সত্যের সাথে কিঞ্চিন্মাত্রও আপস করেন না, যিনি কমিউনিস্ট অত্যাচারেও অকপটে, সগৌরবে, উচ্চৈঃস্বরে বলতে পারেন স্বামীজী ন্যায়, "আমি হিন্দু বলে গর্ববোধ করি |", যিনি পদে পদে স্বামীজীর ছায়ামাত্র হয়ে না থেকে নিজ স্বাতন্ত্রে ভাস্বর হন, যিনি পুরুষ সিংহের ন্যায় সত্যের নিনাদ দিকে দিকে করতে পারেন আত্মবলে বলীয়ান হয়ে, কোনো রাজনেতার অথবা শিল্পপতির সাহচর্য ও সহায়তার অপেক্ষা না করেই | এ হেন সাধু বিরল | তাই স্বামীজী আজও অপ্রচারিত ও অপপ্রচারিত | তাঁর বাণী আংশিক প্রযুক্ত | বাকি সুবিধামত সম্পাদিত, নয় অনুচ্চারিত | স্বামীজীর প্রতিনিধি আজও ভবিষ্যতের গর্ভে | 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment