Tuesday 16 April 2024

বাঙালীর সর্বনাশা নাস্তিকতা




বাঙালীর সর্বনাশা নাস্তিকতা

●●●●●●●●●●●●●●●●●●●


বাঙালীর সর্বনাশা নাস্তিকতা ! বুদ্ধিবিকাশ, গণচেতনা, গণসংস্কৃতি, সমাজবোধ, সমাজতন্ত্র ও বিপ্লবের আড়ালে, অছিলায় নীচ অবিদ্যাকে প্রশ্রয়প্রদান ও পালন, অশ্রদ্ধার বীজবপন ও বিষবৃক্ষ বর্ধন করে নব নব প্রজন্মের ধমণীতে বিষসংক্রমণ | ফলে বক্রবুদ্ধির বহুলবিস্তার, ব্রাহ্মণকুলের শাস্ত্রবিরোধিতা, সাধারণের সমাজবোধের নামে সনাতন ধর্ম ও সংস্কৃতি হতে ভ্রষ্ট হওয়া, জাতির জড়বাদের জড়ত্ব প্রাপ্ত হওয়া | 


বাঙালী বুদ্ধিজীবিরা কথায় কথায় রবীন্দ্রনাথ ও বিদ্যাসাগরের কথা বলেন, তাঁদের রচনা ও বক্তব্য আংশিক উদ্ধৃত করে আত্মপক্ষ সমর্থন করেন কিন্তু ভুলেও বিবেকানন্দ ও অরবিন্দের সনাতন ধর্মের শাশ্বত বাণীকে উদ্ধৃত করেন না | যতদিন এই সনাতনবিদ্বেষ, সমাজ উদ্ধারের নামে এই ইয়োরোপীয় জড়বাদের বিষসংক্রমণ, ততদিন বাঙালীর ঘোর বিপর্যয় | মুক্তির পথ, ভক্তির পথ, জ্ঞানের পথ, যোগের পথ খোলা, তবু ইন্দ্রিয়ের দাসত্ব, রিপুর দ্বারা তাড়িত হওয়া কাপুরুষের ন্যায় | 


এখনও সময় আছে | বিবেকানন্দে স্থিত হও | বাঙালী, মোহনিদ্রা ত্যাগ করে জাগো ! নিজ সন্তানের মস্তিষ্কে প্রগতিশীলতার নামে বিষ সংক্রমণ আর কোরোনা | বিরাট ভারতবর্ষের সনাতন ধারার সাথে পুনঃ যুক্ত হও | এমন সোনার চৈতন্যকে বিষয়বিষের বেদীমূলে বলি দিও না | অহমিকা ত্যাগ করে, প্রচ্ছন্ন হিংস্রতাকে পতিতপাবনের পূতসলীলে বিসর্জন দিয়ে পবিত্রচিত্তে পুনরুজ্জীবিত হও | বাঙালী, সংস্কৃতির ভান ছেড়ে যথার্থ সংস্কৃত হও ! 🕉 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment