Saturday 13 April 2024

কারোর কৃপাভিখারী নন নেতাজী






কারোর কৃপাভিখারী নন নেতাজী

●●●●●●●●●●●●●●●●●●●●●●●


গান্ধীজী সুভাষচন্দ্র সম্বন্ধে কি প্রশংসা করলেন আর না করলেন তাতে কি যায় আসে ? আমরা সকলেই জানি নেতাজী আপন মহিমায় ভাস্বর অনন্য সত্তা | ভগবানের জয়তিলক ললাটে অঙ্কিত ছিল তাঁর | যিনি কৈশোরেই বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত, দেশমাতৃকার কাজে সম্পূর্ণ সমর্পিত, যিনি ব্রহ্মানন্দের কৃপাবর্ষিত, যিনি ধৃতবীর্য তপস্বী, রামকৃষ্ণ-বিবেকানন্দের আজীবন একান্ত অনুরাগী, স্বদেশসেবায় সর্বস্বার্থত্যাগী সন্ন্যাসীপ্রতিম, তাঁর কি গান্ধীজীর প্রশংসার প্রয়োজন দেশবাসীর মহামানসে স্থান পাওয়ার জন্য ? যাঁরা গান্ধীজীর সুভাষ সম্বন্ধে প্রশংসাবাক্যের সন্ধান করেন ও জনসমক্ষে তা উচ্চারণ করে নেতাজীর গরিমা বৃদ্ধির প্রয়াস পান, তাঁরা নেতাজীকে ভালবাসেন না | গান্ধী দ্বারা নানাভাবে নিগৃহীত নেতাজীর সম্মান ক্ষুণ্ণ করেন তাঁরা যাঁরা নেতাজীর জনমানসে প্রতিষ্ঠার জন্য সেই গান্ধীরই স্বীকৃতি খোঁজেন | আত্মসম্মান থাকলে এ কাজ থেকে বিরত হোন যদি নেতাজীভক্ত হন | 


আজ 'মইরাং দিবস' | ১৯৪৪ সালে এই দিনে মনিপুরের মইরাংএ কর্নেল শৌকত আলি মালিক ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন | অখণ্ড ভারতের মূল ভূখণ্ডের স্বাধীনতার প্রথম প্রহর, অবিস্মরণীয় আলোকিত পূণ্যলগ্ন | আসুন, সগৌরবে নেতাজীকে জীবনে বরণ করে ধন্য হই, কোনো 'মহাত্মা'র কৃপাভিখারীরূপে নয়, সত্যের শক্তিতে, চৈতন্যের বিধানে | জয়তু নেতাজী !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment