Monday 22 April 2024

স্বামীজীর ভক্ত


স্বামীজীর ভক্ত

☆☆☆☆☆☆☆


স্বামীজীর ভক্ত হবে | এত সোজা না | পৌরুষ, ব্রহ্মচর্য, সরলতা, সাহস, হৃদয়বত্তা, মায়ারাহিত্য, স্বদেশপ্রীতি, নিঃস্বার্থপরতা, ত্যাগ, বিবেক, বৈরাগ্য, সত্যনিষ্ঠা, স্বকীয়তা, সূক্ষ্মবুদ্ধি, আরও কত কি চাই | আছে তা ? নাকি পুরুষ হয়ে মেয়েলি হাবভাব যা স্বামীজী দুচক্ষে দেখতে পারতেন না, ইন্দ্রিয়পরায়ণতা, কপটতা, স্থূলবুদ্ধি, পরানুকরণ, চাটুকারিতা, স্বার্থপরতা, মিথ্যা ভান---এই সব সম্বল করে স্বামীজীর কপট ভক্ত সাজা ? তেজ কই ? বলিষ্ঠ কন্ঠ কই ? অসনবসন, চলাফেরা, লোকব্যবহারে কোথা সেই নরপুঙ্গবের শৌর্যের প্রকাশ ? এসব আগে রপ্ত হ'ক, তারপর বলা যাবে বিবেকানন্দভক্ত |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment