Sunday 18 September 2022

POESY: BENGALI


POESY: BENGALI 


তাঁকে পাওয়া যাবে কি যুক্তি এঁটে?

নাকি ভাবছ পাবে যুক্ত করে?

যত দেখো সব বক্তিমা দেয়,

সবই পঞ্চা,প্যালা, হরি, হরে !


তবু যুক্তি তো চাই |

নইলে পণ্ড সবই মগজঘরে |

ভণ্ড যোগীর ভঙ্গিমাতে

ভুলবে ভবি এমনতরে?

পঞ্চপ্রদীপ, পাঁচপ্রণামে

জাগবে সেকি হৃদয় ভরে?


ভাবছ বুঝি, "বেশ বুঝেছি,

শাস্ত্রবচন, প্রভুর স্বরে |

থাকেন প্রভু ঐ মুলুকে,

সেথা মরলে যাবো দৈববরে |"


ঐ আশাতেই কর্ম করো,

শাস্ত্র পড়ো, অস্ত্র ধরো |

ঐ খেয়ালেই চাবুক মারো,

শতেক আঘাত পিঠের 'পরে |


যতই তুমি পরিক্ষা দাও

স্বর্গসুখের অভিলাশে,

ততই তুমি ভ্রষ্ট জেনো,

মিথ্যাশাসন কলেবরে |


পবিত্র হও, পূর্ণচেতন,

যেন দিব্যপ্রেমে নয়ন ঝরে |

আপন করে নাও সবারে,

যেন বান্দা, মালিক লাজে মরে |


সবার মাঝে খোদা খোঁজো,

ঐশী প্রেমের নির্ঝরে |

পাও তো ভালো, না পাও যদি,

বলো 'মানুষের জয়' সমস্বরে |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment