Sunday, 25 September 2022

ইরানের হিজাববহ্নি


ইরানের হিজাববহ্নি

--------------------


কোন অধিকারে এরা মেয়েদের মারে? মেয়েদের গর্ভ হতে জন্মায় আর মেয়েদেরই ওপর ধর্মের অনুশাসন চাপায়? এত সাহস!


যিনি গর্ভধারিণী, যিনি ক্রমবর্ধমান প্রাণকে ধারণ করেন, তিনি সততই ধার্মিক | তাঁকে আর ধর্ম শেখাতে হবে না | হিজাব পড়তে হয় পড়ুক পুরুষ | মাতৃজাতিকে আর শতবন্ধনে শৃঙ্খলিত করতে হবে না | মেয়েরা মুক্ত হ'ক পুরুষের আধিপত্য হতে, পুরুষতন্ত্রের সহস্র দুঃশাসন হতে | নারীমুক্তিতেই হবে জগতের মুক্তি | নিপীড়িত নারীকুল, ইরানের হিজাববহ্নি হতে শিক্ষা নাও | ফেলে দাও বন্ধনশৃঙ্খল |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment