Saturday, 17 September 2022

POESY: BENGALI


POESY: BENGALI


যে জিনিস পাওয়া গেল,

সে জিনিস চাওয়া চাই ||


নইলে আসবে বায়ু,

পুরবে আয়ু,

মজবে স্নায়ু

বিষয়রসে |

ডুববে তরী,

তরিঘড়ি,

সলিল অরি,

দানববশে |


তাই তো বলি --

যে জিনিস হাতে আছে

ছায়াসম সদাই কাছে,

সে জিনিস ভুলে পাছে

বেহাত না হয় |

ঐ আসছে অলি,

যাচ্ছে চলি,

ফুটছে সকল

কুসুমকলি |

তারা যেন মরণ না সয় ||


যে জিনিস পাওয়া গেল,

সে জিনিস তাই চাওয়া চাই ||


রচয়িতা: সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment