কাকে অপমান করেন ? নিজরই প্রতিরূপকে ?
--------------------------
হে আমার হিন্দু ভাই বোন, আপনারা মানুষ হোন ! মনুষ্যত্বের বিকাশের মধ্যেই নিহিত আছে সনাতন ধর্মের পুনরুত্থান | কেউ অস্পৃশ্য নয় | সকলেই এক পরমেশ্বরের সন্তানসন্ততি | সকলেরই ধর্মপালনে সমান অধিকার | দেবতার মন্দির সকলেরই জন্য উন্মুক্ত থাকা শ্রেয় | লিঙ্গ নির্বিশেষে, জাতি নির্বিশেষে, ঈশ্বরের আসন সকলের জন্য অবারিত হোক | সকলে প্রণত হয়ে সেথা পবিত্র হোন, ধন্য হোন | ভারতবর্ষের সনাতন ধর্ম একসূত্রে সকলকে নিবিড় বন্ধনে বাঁধুক |
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
No comments:
Post a Comment