Tuesday, 13 August 2019

জপ-ধ্যানের সাথে সাথে একটু ধর্মপুস্ককও পড়ুন


জপ-ধ্যানের সাথে সাথে একটু ধর্মপুস্ককও পড়ুন
--------------------------------------------------------------

শূণ্যমস্তিষ্ক তমোগুণের পরিচায়ক | ভাবলোকের ঊর্ধে যে শূণ্যতা, তা পরিপূর্ণ পৃথক এই নিম্নশূণ্যতা হতে | দুটি বিপরীত মেরু একপ্রকার লাগে কিন্তু আকাশ-পাতাল পার্থক্য তাদের | তাই জপ-ধ্যানের সাথে, মস্তিষ্কের পরিপুষ্টিসাধনের জন্য, আধ্যাত্মিক পুস্তক পাঠ অভ্যাস করুন |

নিয়মিত স্বাধ্যায়ের ফলে ভাবজগতে দ্রুত উন্নয়ন করতে পারবেন | শুধু জপ-ধ্যান নিয়ে থাকা কি সহজ ? তাই নানা উপায়ে মনকে ঈশ্বরের শ্রীপাদপদ্মে সংযুক্ত রাখতে হয় | কথামৃত, লীলাপ্রসঙ্গ, স্বামীজীর রচনাবলী, গম্ভীরানন্দজী, চেতনানন্দজী প্রমুখের রচনা পাঠ অতিশয় ফলদায়ী | এছাড়া গীতা, উপনিষদ তো আছেই |

সকলের কল্যাণ হোক, এই কামনা করি |

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment