Wednesday, 12 November 2025

দাস সহস্রকাল


দাস সহস্রকাল 

●●●●●●●●●●


হাজার বছর পাশে আছো,

তবু জানলে না |

হাজার বছর মার খেয়েছ,

তবু এ কথা মানলে না |

এবার পড়ো, ভায়া, বুঝবে যদি

কোনদিকে ওই বইছে নদী |

নইলে জানবে তোমার যাবে গদি,

বুদ্ধি ত' শানলে না | 

এখন ত্বরা করে পড়ো দেখি,

পড়লে ভাববে, "একি ! একি !"

এমন খাল কেটে ত' আর কখনও

কুমীর আনলে না |

এমন গর্ভগৃহে দস্যুদানব

আর কভু টানলে না |


রচনা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment