বিলুপ্তির পথে বাঙালী হিন্দু
বিলুপ্তির পথে বাঙালী হিন্দু
●●●●●●●●●●●●●●●●●●●
বাঙালী হিন্দু আজ চতুর্বর্ণ বিবর্জিত | তার ব্রাহ্মণত্ব গেছে | সামরিক বাহিনীতে প্রায় উপস্থিতি নেই, তাই ক্ষত্রিয়ত্ব বিলুপ্ত | বাঙালী ব্যবসা প্রায় করেই না, তাই বৈশ্যবর্ণ হতে বিতাড়িত | শুদ্রত্বে সফলতাপ্রাপ্তির জন্য যে শারীরিক শক্তি-সক্ষমতার প্রয়োজন, বাঙালীর তা নেই | তাই মানসিকতা চাকুরীজীবি শুদ্রের হওয়া সত্ত্বেও বাঙালী শুদ্র হওয়ারও অনুপযুক্ত | তাহলে রইল কি ? ওই বর্ণবিবর্জিত অনার্যসত্তা |বাঙালীর এখন সেই অবস্থা | পতনোন্মুখ বাঙালী হিন্দু, বিলুপ্তির পথে অর্ধঅগ্রসর |
পূর্ববঙ্গে, পূর্ব পাকিস্তানে, পরে বাংলাদেশে এই দুর্বলতাহেতু বাঙালী হিন্দু আজ নিশ্চিহ্নপ্রায় | এর বিহীত চাই | উপায় আছে---শরীরচর্চা, নিজেকে চেনার জন্য বিবেকানন্দের গভীর অধ্যয়ন ও প্রচার, শত্রকে চেনার জন্য তার শাস্ত্রসকল পাঠ, 'টাকা মাটি, মাটি টাকা', এই মন্ত্রে যথাযথ উদ্বুদ্ধ হওয়া ও কামকাঞ্চনসংযমের দ্বারা পৌরুষপ্রাপ্ত হওয়া, চরিত্রবান হওয়া | এ হল ত' ভাল, নচেৎ সমূলে বিনাশপ্রাপ্তি আগামী কিছুকালের মধ্যে |
রচনা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment