বিষয়কর্মে ব্রাহ্মণত্বের বিনাশ
বিষয়কর্মে ব্রাহ্মণত্বের বিনাশ
●●●●●●●●●●●●●●●●●●●●
অর্থস্পৃহা ব্রাহ্মণের শোভা পায় না | ব্রাহ্মণত্ব লোপ পায় অর্থস্পৃহায় | সংস্কৃতচর্চা, শাস্ত্রোধ্যয়ণ ও কর্মে ফলাকাঙ্ক্ষারাহিত্য একান্ত আবশ্যক | ধর্মের চেয়ে বাণিজ্যকর্মে বেশি মন---এ কেমন ব্রাহ্মণ ? বর্ণসংকরে বিপদ শাস্ত্রশ্রুত কিন্তু এ যে দেখছি বর্ণরক্ষাসত্ত্বেও কর্মসংকর, গুণগত বর্ণবিভ্রাট | হতাদর্শ অতিব্যস্ততা, বস্তুতান্ত্রিক স্বার্থসিদ্ধি, লঘুচিত্ত স্থূলভোগস্পৃহা বর্তমানে ব্রাহ্মণের বহুল বিদ্যমান বিকার | সভ্যতার সঙ্কট ত' এভাবেই হয় যখন ধর্মসাধনায় ব্রাহ্মণের অনীহা উৎপন্ন হয়, অবিদ্যার হয় প্রাদুর্ভাব |
রচনা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment