বন্দে মাতরম !
বন্দে মাতরম !
●●●●●●●●●●
আজ 'বন্দে মাতরম'এর ১৫০তম জন্মবার্ষিকী | ভারতীয় জাতিয়তাবাদের মূলমন্ত্র ছিল 'বন্দে মাতরম' | আজ তা শতাধিকবর্ষব্যাপ্ত বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারতীয় মুসলমানদের দীনসংক্রান্ত বিরোধীতার জন্য | যাই হ'ক আজ এক অভিনব দিন | ৭ই নভেম্ববর, ১৮৭৫ সালে যার জন্মলগ্ন, অগণিত সনাতনী স্বাধীনতা সংগ্রামীর মূলমন্ত্র যা ছিল বিপ্লবে, বারুদে, বন্দিদশায় ও আত্মবলিদানের ফাঁসিকাষ্ঠে, সেই রাষ্ট্রগীতি, বঙ্কিমরচিত স্বদেশমন্ত্রের আজ ১৫০ বছর পূর্ণ হ'ল কারণ আজ ৭ই নভেম্বর, ২০২৫ | 'জয় হিন্দ' কোনকালেই যাকে জনমানস হতে সম্পূর্ণরূপে সরাতে পারেনি, পারবেও না, সেই দেশমাতৃকার বন্দনার আজ একাধারে পুণ্যপূর্তি ও এক নূতন সূচনা | সকলে তাই সমস্বরে বলুন 'বন্দে মাতরম', আলোড়িত হ'ক পুনঃ প্রকৃত দেশভক্তের শুদ্ধচিত্ত, প্রবাহিত হ'ক মাতৃভূমির প্রতি বঞ্চিত বুকের পুঞ্জিত ব্যথা আজ আনন্দপ্রেমের পুণ্যপ্রকাশে | 'বন্দে মাতরম'!
রচনা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment