Wednesday, 5 November 2025

রামের ভক্ত


রামের ভক্ত

●●●●●●●●


রামের সেই ভক্তটি বড় ভাল | ট্রেনে উঠেই রামকে গালি | সহযাত্রীরা রে রে করে ওঠে আর রামের সপক্ষে যুক্তি খাড়া করে তাকে নিরস্ত করার চেষ্টা করে | প্রভুর গুণকীর্তন শুনে ভক্তের হৃদয় উদ্বেলিত | তবু আরও শোনা চাই | তাই আরও একটু সমালোচনা করল রামের | এবার আরও রামস্তুতি শুনতে হল | মন কাণায় কাণায় পূর্ণ | স্টেশন এসে গেলে সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে, নমস্কার করে বিদায় নিল | আবার অন্যত্র একই ঘটনার অবতারণা করবে | এই রকম করে তার সরস সাধনা চলে | শেষে একদিন হঠাৎ গালিবর্ষণ শুনে চোখ খুলে দেখে প্রভু রাম সামনে দাঁড়িয়ে | একাধারে নিজের নামে গালি দিচ্ছেন | তখন কি আর করে রামভক্ত ? বাধ্য হয়েই খুব করে প্রভুর বাক্য খণ্ডন করতে লাগল তাঁর অবতারলীলার ঘটনাবলীর সমর্থনে যুক্তি দিয়ে | শুনে প্রভু আপ্লুত, জড়িয়ে ধরলেন বীর ভক্তকে | রাবণ বধ হ'ল | নটে গাছটি মুড়োলো |


রচনা : সুগত বসু (Sugata Bose) [প্রচলিত কাহিনীর সূত্রাবলম্বনে]

No comments:

Post a Comment