Saturday, 8 November 2025

বেদান্ত যখন বেদন্ত


বেদান্ত যখন বেদন্ত 

●●●●●●●●●●●●●


ব্রহ্মবিদ্যা প্রচার করেন যিনি, তিনি সম্পূর্ণ সত্যটি বলেন না কেন ইসলামের আর খ্রীষ্টধর্মের, তাদের ধর্মান্ধ অমানবিক মূল সিদ্ধান্তগুলি, তাদের বিধর্মীর ওপর পাশবিক অত্যাচার, ধর্মান্তরণরূপী দুষ্কর্ম যা হিন্দুর সর্বনাশ করছে ? বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দুর ওপর যে অকথ্য অত্যাচার হয়ে চলেছে, সে প্রসঙ্গে মৌন কেন ? আত্মালোকে বুঝি এখনও উদ্ভাসিত হয়নি তা ? শুধু তেলা মাথায় তেল দিয়ে বেদান্তবিরত্ব দেখানো যায় না | ওটা কাপুরুষতার নামান্তর, বেদান্তের ব্যত্যয় | যেখানে হিন্দু মরছে, সেখানে আত্মার অমরত্বের বাণী পুরুষোচিতভাবে--- নারীসুলভভাবে নয়---প্রচার করুন বেদান্তবাগীশরা | তবে বুঝি ব্রহ্মবিদ | কাশ্মীরে জিহাদীদের মাঝে খুব বেদান্তপ্রচার হ'ক | হ'ক চীনে, রুশে, দাবানলের ন্যায় ইয়োরোপে | হ'ক বেদান্তপ্রচার বলিষ্ঠ ভাষায় বাংলাদেশে | 


ভারতে তাত্ত্বিক বেদান্তের প্রয়োজন নেই | প্রয়োজন বিবেকানন্দের জীবন ও জ্বলন্ত স্বাদেশিকতার বাণীর প্রচার, জীহাদের রোখার | 'ভারতে বিবেকানন্দ' ['Lectures from Colombo to Almora'] খুব প্রচার হ'ক | কিন্তু তার জন্য চাই মহা ওজস্বী ধৃতবীর্য সন্ন্যাসীর, যেমন শুদ্ধিদানন্দজী | তাঁকে সঙ্ঘগত বাঁধনে না বেঁধে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হ'ক আসমুদ্রহিমাচল মন্দ্রিত করার ওই সপ্তর্ষী মহাদেবের ভারতসম্ভাষণের দ্বারা | তবে জাগবে ভারত, জাগবে হিন্দু, জাগবে যুবসম্প্রদায়, বাঁচবে দেশ, সংস্কৃতি, সনাতন সভ্যতা | 🕉 হিন্দু !


রচনা : সুগত বসু (Sugata Bose)


Comment : Sugata Bose @Ujjal Kumar Ghosh : প্রচারক সারা ভারত ঘুরে বেড়াচ্ছেন বেদের দন্ত ফোটাবেন বলে মানব মনমাংসে | কিন্তু হায় ! দন্তবিহীন তা করবেন কি করে ? তাই মীনাবতারবৎ বেদোদ্ধার করুন না করুন মানব মনঃসলিল হতে, পরমহংসবৎ উড়ে বেড়াচ্ছেন মহামূল্যে নগর হতে নগরান্তরে বেদাভিনয়ের পালা পেলে | এতে অর্থাগম হয় বইকি, বিস্তর হয়, কলিতে যা ঈশ্বরের থেকেও দামী | দুর্মূল্য এই বেদন্ত, ফাঁকে শূণ্য, মহামূল্য অক্ষরব্রহ্মবৎ | 🕉

No comments:

Post a Comment