"নরেন লোকশিক্ষে দিবে যখন ঘরে বাইরে হাঁক দিবে |" --- শ্রীরামকৃষ্ণ
"নরেন লোকশিক্ষে দিবে যখন ঘরে বাইরে হাঁক দিবে |" --- শ্রীরামকৃষ্ণ
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
ভগবতকথা প্রচার মাত্র তাঁর মুখে শোভা পায় যিনি ভগবানকে প্রত্যক্ষ করেছেন ও যিনি ভগবানকে প্রত্যক্ষ করেন | বাকিদের মুখে এ প্রচার নির্বীর্য, নির্জীব লাগে, যেন যা বলছেন তা পালন করেন না নিজেরাই | তাই ত' স্বামীজী বলেছিলেন, "Religions of the world have become lifeless mockeries. What the world wants is character." আর এই অগ্নিসম চরিত্র এক ঈশ্বর দর্শনান্তে ঈশ্বরাদিষ্ট হলেই সম্ভব | নচেৎ নয় | স্বামীজী স্বয়ং ছিলেন এরকম চাপরাশপ্রাপ্ত পুরুষ যাঁর বাণী ছিল বজ্রসম, যাঁর কন্ঠস্বর শরীরমনে শিহরণ জাগাত, যাঁর সমস্ত সত্তা প্রকাশ পেত তাঁর ব্রহ্মবাণীতে ঐকতানিক সুরে যা শ্রোতৃমণ্ডলীর হৃদয়ের গহনে প্রবেশপূর্বক তাঁদের সুপ্ত আধ্যাত্মিকতাকে জাগিয়ে তুলত | স্বামীজীর বক্তৃতা ত' নিছক বাগাড়ম্বর ছিল না, না ছিল তা অননুভূত তত্ত্বসকলের শব্দময় প্রকাশ | তিনি ছিলেন তাঁর নিজের ভাষায় 'a voice without form' ('অশরীরী কন্ঠ') | স্বামীজীর ছিল সেই জ্বলন্ত চরিত্র যা ঠাকুর স্বয়ং তাঁর পূতস্পর্শে তাঁর (স্বামীজীর) মধ্যে জাগ্রত করে গেছিলেন | এই রকম চরিত্র চাই | তবেই তাঁর শ্রীমুখনিঃসৃত বাণী জীবের সংসার বন্ধন ঘোঁচাবে | নইলে পানসে প্রচারে কিছু হবার নয় | তেজ কই ? পৌরুষ কই ? আকুমার ঊর্ধ্বরেতা ব্রহ্মবীৎ মহাপুরুষ কই যাঁর মুখের কথাই শাস্ত্র, যাঁর আছে courage of conviction (বিশ্বাসের সাহসিকতা) এবং সম্পূর্ণ মায়ারাহিত্য ?
রচনা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment