POESY BENGALI : প্রতিবিম্বপ্রেমী
প্রতিবিম্বপ্রেমী
●●●●●●●●●●
প্রতিবিম্বপ্রেমী,
আরশিতে কি দেখ তুমি ?
অন্তরেতে চাও |
সত্যস্বরূপ বস্তু সেথা,
ভগ্নাবশেষ বিম্ববস্তু নয় |
অপেক্ষমান প্রভু |
কত যুগ অতিক্রান্ত |
কাল হতে কালান্তরে
রথচক্র চলেছে ছুটি,
আপনার অন্বেষণে |
এবার ক্ষান্ত হও,
'তিষ্ঠ ক্ষণকাল |'
ওই 'সমাধিস্থলেই' পাবে,
ওই শ্মশান দহনক্ষেত্রে,
বাসনার ভস্মাবশেষ,
স্বর্ণকান্তিরূপ,
আত্মস্বরূপ,
অচলঘন সত্তা,
অখণ্ডপ্রেম |
ফিরে দেখ, প্রতিবিম্বপ্রেমী,
ফিরে দেখ প্রভুরূপী নিজেরে ||
রচনা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment