Saturday, 1 November 2025

MESSAGES GALORE ... 117


MESSAGES GALORE ... 117


1. There comes a phase in the life of man when he wanders in the wilderness of loss of faith. But the desert has its endpoint too.


2. A thousand years' persecution has not been enough for the Hindu, it seems. And he wants more of it. Else, how can he move along the same old path?


3. Money matters more to the disciple than devotion. Who says so? He is devoted to money.


4. It is the petty 'me', 'me' and 'me' that defines life. The eyes are small, vision smaller while the vast lies needlessly beyond.


5. 'জয় স্বামীজী' করলেই যদি স্বামীজীকে বোঝা যেত ত' স্বামীজী খুব তা নিজেই করে যেতেন জীবনভোর ঠাকুরকে বুঝতে | কিন্তু তা তিনি করলেন কি ? 


6. বংশগৌরব ভাল | তার বোধে চরিত্রগঠন হয় | কিন্তু বিশেষ বংশপরিচয় ভাঙিয়ে আত্মপ্রতিষ্ঠার প্রয়াস মোটেই রুচিকর নয়, কল্যাণকরও নয় |


7. সংস্কৃতি এত নেমে গেছে ঘরে ঘরে যে আর বলার নয় | গত এক প্রজন্ম ধরে এই অবনমন অতিমাত্রায় লক্ষ্য করছি | হয়ত এই সময়ে প্রাপ্তবয়স্করূপে জীবিত আমি, জ্ঞানচক্ষু উন্মিলিত হয়েছে আমার, তাই | কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা এই যে নিম্নশ্রেণীর মানুষের বৌদ্ধিক ও শিক্ষাগত উন্নতি হয়েছে বিস্তর, এমনকি সাংস্কৃতিক উন্নতিও কতক হয়েছে, আর মধ্যবিত্তের হয়েছে ততধিক সর্বদিকে পতন | ভদ্রলোক আজ বিলুপ্তপ্রায় |


8. অনুগ্রহ করে বাক্যান্তে দাঁড়ি দেবেন | 


Kindly end your sentence with a full-stop.


9. In the absence of sincerity neither material success nor spiritual success comes. Do not believe in fake advertisements on ways and means of achieving success. Hard work alone yields results. And unselfishness, the absence of the exploitative trait which breeds material wealth and builds position based on the suffering of others.


10. 'মুসলিমবিদ্বেষী' মানে ? কোরান ত' মুসলিমদের কাফেরবিদ্বেষী হতে আজ্ঞা দিয়েছে |  তার থেকেই ত' মানুষের এই প্রতিক্রিয়া |


11. Whatever project you take up, whatever endeavour you engage in, dive into it with whole soulforce.


12. এবার সময় এসেছে সমস্বরে হিন্দুদের বিপদের কথা, রক্ষার কথা বলা | দুরকম বললে চলবে না | উচ্চমহলে কীর্তন ও নাচ, বেদান্তপ্রচারে মেয়েলি নড়াচড়া ও বাচনভঙ্গি, আর এখানে একক পুরুষালী সমর্থ প্রচেষ্টা---এই দ্বৈতভানে কাজ হবে না | ভক্তদেরও পুরুষোচিতভাবে এগিয়ে আসতে হবে | গা বাঁচিয়ে চললে কিন্তু শেষে গা বাঁচবে না | 


স্বামীজী মেয়েলি ভাব একেবারে পছন্দ করতেন না, কাপুরুষতা ত' নয়ই | তাঁর আহ্বানে আজ ক'জন সারা দিচ্ছেন | এক শুদ্ধিদানন্দজী বহু বাধাবিপত্তিকে অগ্রাহ্য করে যে সততা ও সাহসিকতার পরিচয় দিচ্ছেন, কই এমন ত' আর মিশনের কোন সাধুকে করতে দেখছি না | কোথায় নেতৃত্বের পৌরুষ ?


https://www.facebook.com/share/v/1Cu2CoebDy/


13. এখন গোযুগ | 


14. In Swamiji is sufficient firepower that can as yet ignite the world and set it right along the route divine.


15. 

ভীতু যারা স্বর্গে যাবে, 

নরকে যাবে সাহসী | 

বাঁশি ফুঁকে স্বর্গারোহণ, 

নরক পেতে হলে চাই অসি ||


16. "A one-winged bird cannot fly," said Swamiji. Indeed, with the women of India winning the ICC World Cup, the national bird is in full flight.


17. বাঙালীর মধ্যে এত নাস্তিক কমিউনিস্ট কেন ? হৃদয়হীন বুদ্ধির জন্য, ইন্দ্রিয়পরায়ণতার জন্য, শ্রদ্ধাবিহীনতার জন্য |


18. আজও যদি রামকৃষ্ণ মিশন স্বামীজীর বাণী, রচনা ও জীবন বহুল প্রচার না করেন, ত' আগামীকাল হিন্দু ঘোর সঙ্কটে পড়বে |


19. যাঁর তেজে রামকৃষ্ণ মিশন চলছে, তাঁর কোনো প্রচার নেই | এর প্রতিফল পেতে হবে | যাতে সে দুর্দিন না ঘনায়, সত্বর স্বামীজীর প্রচারে যত্নবান হ'ন | বাংলা আজ অচেতন | বাঙালীকে জাগাতে স্বামীজীর বাণী ও জীবন প্রচার করুন জোরতলব |


20. 


21. 


22. 


23. 


24. 


25. 


26. 


27. 


28. 


29. 


30. 
















No comments:

Post a Comment