MESSAGES GALORE ... 117
MESSAGES GALORE ... 117
1. There comes a phase in the life of man when he wanders in the wilderness of loss of faith. But the desert has its endpoint too.
2. A thousand years' persecution has not been enough for the Hindu, it seems. And he wants more of it. Else, how can he move along the same old path?
3. Money matters more to the disciple than devotion. Who says so? He is devoted to money.
4. It is the petty 'me', 'me' and 'me' that defines life. The eyes are small, vision smaller while the vast lies needlessly beyond.
5. 'জয় স্বামীজী' করলেই যদি স্বামীজীকে বোঝা যেত ত' স্বামীজী খুব তা নিজেই করে যেতেন জীবনভোর ঠাকুরকে বুঝতে | কিন্তু তা তিনি করলেন কি ?
6. বংশগৌরব ভাল | তার বোধে চরিত্রগঠন হয় | কিন্তু বিশেষ বংশপরিচয় ভাঙিয়ে আত্মপ্রতিষ্ঠার প্রয়াস মোটেই রুচিকর নয়, কল্যাণকরও নয় |
7. সংস্কৃতি এত নেমে গেছে ঘরে ঘরে যে আর বলার নয় | গত এক প্রজন্ম ধরে এই অবনমন অতিমাত্রায় লক্ষ্য করছি | হয়ত এই সময়ে প্রাপ্তবয়স্করূপে জীবিত আমি, জ্ঞানচক্ষু উন্মিলিত হয়েছে আমার, তাই | কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা এই যে নিম্নশ্রেণীর মানুষের বৌদ্ধিক ও শিক্ষাগত উন্নতি হয়েছে বিস্তর, এমনকি সাংস্কৃতিক উন্নতিও কতক হয়েছে, আর মধ্যবিত্তের হয়েছে ততধিক সর্বদিকে পতন | ভদ্রলোক আজ বিলুপ্তপ্রায় |
8. অনুগ্রহ করে বাক্যান্তে দাঁড়ি দেবেন |
Kindly end your sentence with a full-stop.
9. In the absence of sincerity neither material success nor spiritual success comes. Do not believe in fake advertisements on ways and means of achieving success. Hard work alone yields results. And unselfishness, the absence of the exploitative trait which breeds material wealth and builds position based on the suffering of others.
10. 'মুসলিমবিদ্বেষী' মানে ? কোরান ত' মুসলিমদের কাফেরবিদ্বেষী হতে আজ্ঞা দিয়েছে | তার থেকেই ত' মানুষের এই প্রতিক্রিয়া |
11. Whatever project you take up, whatever endeavour you engage in, dive into it with whole soulforce.
12. এবার সময় এসেছে সমস্বরে হিন্দুদের বিপদের কথা, রক্ষার কথা বলা | দুরকম বললে চলবে না | উচ্চমহলে কীর্তন ও নাচ, বেদান্তপ্রচারে মেয়েলি নড়াচড়া ও বাচনভঙ্গি, আর এখানে একক পুরুষালী সমর্থ প্রচেষ্টা---এই দ্বৈতভানে কাজ হবে না | ভক্তদেরও পুরুষোচিতভাবে এগিয়ে আসতে হবে | গা বাঁচিয়ে চললে কিন্তু শেষে গা বাঁচবে না |
স্বামীজী মেয়েলি ভাব একেবারে পছন্দ করতেন না, কাপুরুষতা ত' নয়ই | তাঁর আহ্বানে আজ ক'জন সারা দিচ্ছেন ? এক শুদ্ধিদানন্দজী বহু বাধাবিপত্তিকে অগ্রাহ্য করে যে সততা ও সাহসিকতার পরিচয় দিচ্ছেন, কই এমন ত' আর মিশনের কোন সাধুকে করতে দেখছি না | কোথায় নেতৃত্বের পৌরুষ ?
https://www.facebook.com/share/v/1Cu2CoebDy/
13. এখন গোযুগ |
14. In Swamiji is sufficient firepower that can as yet ignite the world and set it right along the route divine.
15.
ভীতু যারা স্বর্গে যাবে,
নরকে যাবে সাহসী |
বাঁশি ফুঁকে স্বর্গারোহণ,
নরক পেতে হলে চাই অসি ||
16. "A one-winged bird cannot fly," said Swamiji. Indeed, with the women of India winning the ICC World Cup, the national bird is in full flight.
17. বাঙালীর মধ্যে এত নাস্তিক কমিউনিস্ট কেন ? হৃদয়হীন বুদ্ধির জন্য, ইন্দ্রিয়পরায়ণতার জন্য, শ্রদ্ধাবিহীনতার জন্য |
18. আজও যদি রামকৃষ্ণ মিশন স্বামীজীর বাণী, রচনা ও জীবন বহুল প্রচার না করেন, ত' আগামীকাল হিন্দু ঘোর সঙ্কটে পড়বে |
19. যাঁর তেজে রামকৃষ্ণ মিশন চলছে, তাঁর কোনো প্রচার নেই | এর প্রতিফল পেতে হবে | যাতে সে দুর্দিন না ঘনায়, সত্বর স্বামীজীর প্রচারে যত্নবান হ'ন | বাংলা আজ অচেতন | বাঙালীকে জাগাতে স্বামীজীর বাণী ও জীবন প্রচার করুন জোরতলব |
20. What we need today is the worship of man. No more superstition in the name of religion but Advaita, pure and practical.
21. বাঙালীকে জাগাতে হবে | ওসব দুষ্ট নাস্তিকের কাজ নয় | শ্রদ্ধাপূর্ণ আস্তিক্যবুদ্ধির দ্বারা সম্পাদিত হবে এ মহাযজ্ঞ |
22. Remember, earthly achievement is nothing. Spirituality alone abides.
23. This motherland is my mother. This motherland is my highest heaven. I will embrace hell to make this motherland rise again to her pristine heights and more.
24. Sri Ramakrishna will soon appear again on earth as Yugāvatār. The advent is already overdue as per his prophecy.
25. Spiritual organisations should not exploit teachers serving in their academic institutions. Their salaries are abysmally low.
26. কি হবে স্বামীজীর কথা বলে ? কে মানে স্বামীজীকে ? সর্বত্র শোষণ চলছে | এই কি মানুষকে শিবরূপে পূজা করা ?
27. গুটি কতক হৃদয়বান, হৃদয়বতী পরিষ্কার মাথাওয়ালা ছেলেমেয়ে যদি পাওয়া যায় যারা প্রাতিষ্ঠানিক পদলেহনে আত্মবিক্রীত নয়, ত' এখনও স্বামীজীর বিস্মৃত বাণীর স্মরণে ভূকম্প করা সম্ভব |
28. প্রাত্যহিক পাঠ্য, প্রাতঃস্মরণীয় স্বামীজীর স্বদেশমন্ত্র |
29. 'Condensed India' who India has forgotten. Not only in America but in his own motherland as well, Swamiji's thoughts are 'The Gift Unopened'.
30. This lion of a man who follows? It is all hypocrisy now, crass commerce ruling the roost. Whither that all-renouncing character which even in childhood we have not one but in abundance seen?
31. Like growing Islamisation is a danger that India faces, economic exploitation of labour is another persisting problem, nay, a veritable vice wearing a virtuous garb. And to get to know that it comes from reputed spiritual and business organisations both is a sledgehammer blow struck hard the other way.
32. A country where talent goes waste and mediocrity rules the roost cannot rise.
33. They who have burnt the midnight oil now keep the gas tube glowing to serve humanity. Whither such men in large numbers?
34. Mahārāj (Swami Shuddhidānanda) need not at all apologise for what he is saying because apology makes affirmation weaker which is not what would serve the purpose of the speech best. What Mahārāj is saying is the truth and nothing but the truth. So, let it be said bold and flat out without any undue dilution. 🕉
https://www.facebook.com/share/v/17GfKixXvG/
35. YouTube খুললেই অবিদ্যার ছড়াছড়ি | প্রতিটি videoর আগে এবং মাঝে যত সব জোচ্চুরির বিজ্ঞাপন---"আমার workshop করুন, মাত্র এত টাকায় আপনার অমুক সমস্যার সমাধান হবে |" চোরে দেশ ভরে গেছে এবং এঁরা সব শিক্ষিত ভদ্রজন যদিও লোভী, এবং ঠককে কতদূর ভদ্র বলা যায়, সে বিষয়টি বিবেচ্য |
36. A spiritual organisation that will follow Sri Ramakrishna pure and simple, minus the imaginary harmony with irreligions, is required.
37. Why beg for money? Be skilled in some vocation and earn honestly by serving society well.
38. Dies man. Does the heart bleed?
39. Our joys must not be at the cost of the sorrow of others.
40. Of what avail is such passive piety that does not quicken the spirit to reduce the suffering of others?
41. Begging for YouTube channel monetary subscription has become endemic now. Shameful!
42. We hear a lot of talk on Swamiji's great heart from men of little feeling for the sinking millions today. Exploitation of our motherland's resources was once done by the British. Now it is exploitation of the masses by Indians themselves. Unless Swamiji is preached heavily by feeling men utterly unselfish in their motivations, totally oblivious of self, devoid of the least trace of the craving for power and position, name and fame, greed or gain, we are going to go from bad to worse. It seems we are helping ourselves through our pursuit of petty self-interest to self-destruction. May Thakur-Ma-Swamiji descend again to hold our ears and teach us how to behave better, how to love each other without putting up the pretence of piety and without holding our souls captive to hypocrisy, the mother of all corruption!
43. একদিন শ্রীহট্ট ছিল রামকৃষ্ণ ভাবান্দোলনের প্রাণকেন্দ্র | আজ সেখানে কি অবস্থা যদি বাংলাদেশবাসী কেউ জানান, ত' বাধিত হই |
44. Effeminacy in full flow. Swamiji's successors!
https://www.facebook.com/share/p/1JiM8ea4rM/
45. We must have one religion in India---the Sanātan Dharma.
46. কাকে শিক্ষা বল ? লিঙ্গ গুহ্য নাভীতে যতক্ষণ মন, ততক্ষণ শিক্ষার শুরুই হয় নি, সে PhDই হ'ক আর নোবেলপ্রাপ্তই হ'ক |
47. আরে, ভগবান লাভ করাটাই ত' স্বাভাবিক | জগত লাভ করাটাই অস্বাভাবিক |
48. Love we must have in abundance but it has to be translated into life and translated in life as well.
49. রামকৃষ্ণ মঠের গুরুরা দধীচি মুনির ন্যায় অস্থিদান করে চলেছেন আজ ১৩০ বছরের ওপর যাতে চরিত্ররূপ বজ্র, অর্থাৎ, বজ্রসম চরিত্র তৈরি হয় জনসমাজের |
50. গানবাজনার সময় নয় এখন | এখন মানুষ গড়ার সময় | ওঠো ! জাগো ! মানুষ হও | মেয়েলি পুরুষ নয়, পুরুষসিংহ |পুরুষালি নারী নয়, কোমলস্বভাব, লজ্জাশীলা, বীর্যবতী মহাশক্তির আধার, দুর্গতিনাশিনী মা |
51. If you calculate, you miss God. But those that miss God, never calculate.
52. Symmetry is so beautiful which is why the beautiful are so full of the loveliness of symmetry.
53. সব মোটা দানার কথা বুঝি আমরা, মিহিদানা ভোগে লাগে না |
54. স্বামী শুদ্ধিদানন্দ কেমন পুরুষালি ! এই রকম পৌরুষসম্পন্ন বলিষ্ঠচরিত্র, বক্তৃতায় ব্যবহারে সিংহবিক্রম, বজ্রকম্প মেঘমন্দ্রধ্বনি, বাকি সাধুরা হতে পারেন না ? স্বামীজী ত' এই রকম অনুগামীই চেয়েছিলেন |
55. প্রতিটি মনুষ্যশরীরই প্রসাদী---ভগবানের আনন্দভোগের প্রসাদ | তাই মানুষ দেবতা, পূজার যোগ্য |
56. Shubha Guru Nānak Devji Parkāsh Purab!
57. Sikhs were and remain the defence of the Hindus. We owe our eternal gratitude and bear our eternal reverence to the ten Sikh Gurus from Guru Nanak Devji to Guru Gobind Singhji.
58. ভগবানের দর্শন যে কেউ পেতে পারে | নিজেকে ভুললেই ঈশ্বরলাভ |
59. গতকাল গুরু নানক দেবজীর পূত আবির্ভাব দিবস ছিল | ২৫এ ডিসেম্বর বড়দিন যেভাবে বিরাট ভাবে পালিত হয় সকল রামকৃষ্ণ মঠে, বিশেষতঃ মহারম্বরে বেলুড় মঠে, সেভাবে একই মাত্রায় শিখদের এই প্রথম প্রকাশ পূরব কি পালিত হল সেখানে ? অথচ, এই কুয়ার সিং, কুমার সিং প্রমুখ দমদম ক্যান্টনমেন্টের শিখ সৈনিকরাই কিন্তু ঠাকুরকে প্রথম অবতার বলে মেনেছিল | খ্রীষ্টধর্মের প্রতি পক্ষপাতিত্বটি বেশ মনোরম | তাহলে কি ভক্তসংখ্যাই নিরুপণ করে কোন মতটির প্রাধান্য কিরূপ হবে ?
60.
The thunder has been mine.
The lightning shall be thine.
61. Heed the H-3 formula of Swamiji---the heart to feel, the head to conceive and the hand to execute.
(Heading straight to heaven or headlong to hell depending on how you heal yourself and the world with holy thoughts or how you hinder its progress with hellish thinking and action thereof. - Sugata Bose)
62. রাম যার ভক্ত, সে কি কখনও জব্দ হয় ?
63. যে মুখ দিয়ে নিজের মাকে গালি দেন, ভুলে যাবেন না ওই মুখটুকুও ওই মায়ের পেটেই তৈরি হয়েছিল | সে কি দুর্ভাষণের জন্য ?
64. এতদিন কলকাতা লণ্ডন ছিল | কী মজা ! কী মজা ! এবার কলকাতা নিউ ইয়র্কও হ'ল | তিন ভাই, অমর, আকবর, এ্যান্টনি, একত্র হ'ল | এবার হবে ইফতার পার্টি | সাথে থাকবে কেটারার কমিউনিস্ট পার্টি |
হতবাক কেউ জিজ্ঞাসা করলেন, "কিভাবে ?" উত্তর এলো, "জানেন না ? নতুন আমদানি মামদানি | এক্কেবারে জামদানি !"
65. Art is the harmony of contradictions.
66. The universe is the artistic expression of God.
67. আমাদের দেশের সবচেয়ে বড় শত্রু আমাদের রাজনৈতিক নেতানেত্রীরা | আর এঁরা আমাদেরই সব ঘরের ছেলেমেয়ে | এবার বুঝুন আমরা নিজেরা তাহলে দেশের কি---মিত্র না শত্রু ?
68.
কলকাতা লনডন নিউ ইয়র্ক,
মেয়র সব কে জানি |
একই সূত্রে বাঁধা তিনটি---
ফিরহাদ, সাদিক, মামদানি ||
69. যার কান আছে সে শুনুক | যার চোখ আছে সে দেখুক | যার বোধ আছে সে বুঝুক |
70. আমি মূর্খ, মহামূর্খ, মা, তোমার চরণতলে |
71. রামকৃষ্ণের মিশন প্রসার পাচ্ছে ঠিকই কিন্তু বুঝছে কে ? যাঁরা প্রচার প্রসারে ব্যস্ত, তাঁরা বুঝছে ত' ?
72. আরে, স্পেন দেখনি, ভগবান দেখবে |
73. ভগবান লাভ করা খুব সোজা | গুরুর কথাগুলো মানতে হয় পুঙ্খানুপুঙ্খভাবে | তাহলেই হয় | কিন্তু তা মানতে কে চায় বল' ?
74. নড়ানড়ির ব্যাপার নেই, শরীর আসে যায় |
75. The past is a series of present and so is the future. The present ever is.
76. একবার বাইরের ভেতর দিকে তাকান | দেখুন ত' ঘনান্ধকারে কে |
77. জীবনসায়াহ্নে সন্ধ্যাসঙ্গীতের পালা | গঙ্গায় হাওয়া লেগেছে | বান এল ওই | স্রোতস্বিনী সাগরপানে চলেছে | রোধ করে কে ?
78.
বেলাশেষে খেলা শেষ,
কাল আবার খেলা শুরু |
79.
তুমি খুঁজে মর যাকে,
সে ত' তোমার মাঝেই থাকে |
80.
ত্রিপদী জীব বটে
এই বিস্মৃত শিব |
81.
সবাই বাঁচে না |
যারা বাঁচে তাদের অনেক সুযোগ |
হারিও না, বন্ধু, হারিও না |
82.
কে যায় হোথায়, ওইপানে ?
ওদিকে নয়, ওদিকে নয়, এইপানে |
83.
বুদ্বুদ বুদ্বুদ নয়,
সাগর |
84. এ ভারি আজব দেশ ! রাজা গিয়েও রাজা রয়ে গেল |
85. জগতে যত বড় কৃতিত্বই হ'ক, তিন গুণের দাসত্ব---এতে আর গৌরব কোথায় ?
86. ঠাকুর এলেন, গেলেন---কেউ চিনল না | এ কী আশ্চর্য জাতি ! এত বড় আবির্ভাব, তাও তাঁকে নিল না কেউ | সবই মৌখিক, মানে কে ?
87. যখন হৃদয় বিদীর্ণ, চূর্ণবিচূর্ণ হবে, তখন তাঁকে পাবে, অবশ্য পাবে যদি মহাশূণ্যে আর কিছু নাহি চাও |
88.
মধ্যগগনে যবে উদিবে রবি,
বিন্দুমাত্র ছায়াবিশ্ব,
বিন্দুমাত্র রবে না |
89. ব্রহ্মসংক্ষিপ্তসার |
90. ভগবানের কেবা গুরু, কেবা শিষ্য ?
91. তাঁকে বোধে প্রাপ্তি, তাঁর প্রাপ্তিতে বোধ |
92. প্রেমেশ মহারাজ বুঝতেন, আমি মহারাজ বুঝি না |
93. নিজেকে হারালে তাঁকে পাবে |
94. এমন ঠাকুর-মা থাকতে এরা মিশনটাকে এই করে ফেলল ?
95. মদমত্ত মানুষ |
96. তিনি সর্বত্র প্রকাশিত, সমাধিতে অপ্রকাশ স্বপ্রকাশ আমি |
97. টাকার পেছনে ছোটা কর্তব্যের নামে, সেবাদর্শের নামে ভ্রষ্ট হওয়ার প্রথম লক্ষণ |
98. কালীপদ ঘোষ, দানা কালী, বড়ই ভয়ঙ্কর ! ঠাকুরকে প্রায় ডুবিয়েই মেরেছিল | একেবারে সলিল সমাধি হ'ত গঙ্গায় সেদিন |
99. যে শূণ্য সে ভগবানকে পেল, যে পূর্ণ সে পেল না |
100. সবজানতার জানা হয় না | শূণ্য কলসই পূর্ণ হয় |
No comments:
Post a Comment