Wednesday 29 March 2023

গা বাঁচিয়ে কদ্দূর?


গা বাঁচিয়ে কদ্দূর?

------------------


গা বাঁচিয়ে সত্যরক্ষা করা যায় না, সত্যের জন্য সংগ্রাম করাও যায় না | এ কাপুরুষের কর্ম নয় | স্বামী নির্মলানন্দের (তুলসী মহারাজের) গুরু যে শ্রীরামকৃষ্ণ স্বয়ং, এ বিষয়ে লড়তে হলে সাহস অবলম্বন করতে হবে | আড়াল থেকে বাণ চালালে চলবে না, নিজের স্বার্থ দেখলেও হবে না | অসত্যের মুখোমুখী সটান দাঁড়াতে হবে সম্মুখরণে | তবে বলি রামকৃষ্ণভক্ত | নচেৎ, অমন কাপুরুষ দুনিয়াভর ঢের মেলে | তারা কি আর ভক্ত?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment