সাধনসর্বস্য জীবন
সাধনসর্বস্য জীবন
-------------------
শরীরে আসা যে রকম সাধনা, শরীর থেকে বেরোনোও সে রকমই সাধনা | মাঝখানে জীবনধারণ কি কম সাধনা? প্রকৃতির এমন বিধান, সম্পদ ও প্রয়োজনের এমনই সূক্ষ্ম সাম্য যে সাধনা বাধ্যতামূলক শুধু অস্তিত্বরক্ষার্থেই | বিষয় ও বাসনার, সম্পদ ও সাধনের এমনই সূক্ষ্ম যোগ যে অল্পেই ভারসাম্য ব্যাহত হয় | পরিণাম দুঃখ | এই দুঃখ দূরীকরণই যোগসাধনার কারণ ও উপায় | শরীরলাভ যেমন দুরূহ, জীবনধারণ তেমনই কঠিন ও পরিশেষে শরীরত্যাগ ঠিক সেইরূপ কষ্টসাধ্য | কোথাও নিস্তার নেই |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment