'অন্ধ, জাগো'
'অন্ধ, জাগো'
--------------
অন্ধ ভক্তগুলোই সংঘের বড় শত্রু | এঁরাই সর্বনাশের বৃহৎ আয়োজন করেন | কিন্তু সংঘের মাথা যাঁরা, তাঁরা এঁদের প্রশ্রয় দেন কেন? নিছক সংখ্যা বাড়ালেই তো আর আধ্যাত্মিক শক্তির প্রসার হয় না | শুধু ভৌতিক প্রভাবেরই বিস্তার ঘটে | এর বেশী কিছু নয় |
সংঘের শক্তি ক্রমশঃ বিপথে চালিত হয়ে পরিশেষে তা এমনই নেতিবাচক পর্যায়ে পর্যবসিত হয় যে মানবকুলের পুনরুত্থানের জন্য শ্রীভগবানকে পুনরায় ধরাধামে অবতীর্ণ হতে হয় |
আজ এমনই দিন সমাগত | ঠাকুরের পুনরাবির্ভাবের লগ্ন সমুপস্থিত | আমরা মর্তলোকে তাঁর পাদস্পর্শের প্রতীক্ষায় অধীর আগ্রহে ঘোর উৎকন্ঠায় আছি |
আর দেরি নয় | অনেক ক্ষতি হয়ে গেছে | আদর্শের হত্যা বড় হত্যা | তাঁর আদর্শ আজ অনাদৃত, অবহেলিত, উপেক্ষিত, অবলুন্ঠিত | 'টাকা মাটি, মাটি টাকা' -- এই মূলমন্ত্র আজ মন্ত্রণাকক্ষে ব্রাত্য | 'টাকা খাঁটি, খাঁটি টাকা' -- এই মূল্যমন্ত্রই আজ কতিপয় কর্ণধারের কর্মানুষ্ঠানের অনুপ্রেরণা |
তাই ঠাকুরের আবির্ভাব আসন্ন | সত্যভক্ত তাঁর আসার আশায় দিন গুনছেন | আর যাঁরা সংঘবদ্ধ নীতিভ্রষ্ট প্রতাপশালীদের আশ্রয়ে ভগবানকে অর্থের বিনিময়ে কিনে বসে আছেন বলে বোধ করছেন, তাঁদের রুচি নেই অবতারের পুনরাবির্ভাবে | এমনই হয়ে থাকে | এঁদেরই ঠাকুর ঐহিক ভক্ত ও মোসাহেবের দল বলতেন | জয় রামকৃষ্ণ !
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
আলোকচিত্র : ঠাকুর, মা ও ঠাকুরের ১৭ জন সাক্ষাৎ সন্ন্যাসী শিষ্য |
ঠাকুরের সন্ন্যাসী পার্ষদের তালিকা :
১) স্বামী বিবেকানন্দ ২) স্বামী ব্রহ্মানন্দ ৩) স্বামী প্রেমানন্দ ৪) স্বামী যোগানন্দ ৫) স্বামী নিরঞ্জনানন্দ ৬) স্বামী সারদানন্দ ৭) স্বামী রামকৃষ্ণানন্দ ৮) স্বামী শিবানন্দ ৯) স্বামী তুরীয়ানন্দ ১০) স্বামী অভেদানন্দ ১১) স্বামী অদ্ভুতানন্দ ১২) স্বামী অদ্বৈতানন্দ ১৩) স্বামী ত্রিগুণাতীতানন্দ ১৪) স্বামী অখণ্ডানন্দ ১৫) স্বামী সুবোধানন্দ ১৬) স্বামী নির্মলানন্দ ১৭) স্বামী বিজ্ঞানানন্দ |
No comments:
Post a Comment