টাকা মাটি, মাটি টাকা
টাকা মাটি, মাটি টাকা
-----------------------
🕉 বিশ্বব্যাপী বৈশ্বযুগে শ্রীরামকৃষ্ণ-উদঘোষিত 'টাকা মাটি, মাটি টাকা' -- এই আদর্শে অনুপ্রাণিত হয়ে যে প্রতিষ্ঠান অর্থের সাথে এতটুকু আপস না করে সংঘগত জীবন ও কর্ম পরিচালনা করে, সেই প্রতিষ্ঠানকেই যুগাবতারের যথাযথ প্রতিভূ বলে মনে করি | দুর্ভাগ্যবশতঃ, এমন প্রতিষ্ঠান আজ আর চোখে পড়ে না | এ এক ঘোরতর বিপর্যয় !
যুগাবতারের ভবিষ্যদ্বাণীর পরিপূর্ণতার সময় বোধ হয় আগত, তাঁর সপার্ষদ পুনরাবির্ভাবের মাহেন্দ্রক্ষণ সমুপস্থিত | এই দুর্নীতির যুগে কাঞ্চনের কলুষস্পর্শে ক্ষীয়মাণ অধ্যাত্মজগতকে তিনি কি তাঁর পূতস্পর্শের দ্বারা পুনরোজ্জীবিত করবেন ? এই আশায় জীবনসায়াহ্নে তাঁর প্রণীত আদর্শে আস্থা রেখে আজও কেউ কেউ অধীর আগ্রহে দিন গুণছেন | বাকি সব মহানিদ্রাভিভূত, অচেতন অনুসরণে মত্ত | যে দিকে চালান সুচতুর মহারথীর দল, সেদিকে নির্বোধের ন্যায় চক্ষুকর্ণবিবেকবুদ্ধি বিসর্জন দিয়ে তাঁদের করেন পদাঙ্ক অনুসরণ | এমনই অবস্থা আজ ভক্তজনসমাজে | এখন ভগবান ভরসা | তাঁর সপার্ষদ আবির্ভাব ও নবসংঘগঠনই একমাত্র উপায় | 🕉
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment