Saturday 26 June 2021

দক্ষিণ আফ্রিকায় তো বেশ ছিলেন | এলেন কেন গোল পাকাতে ?


দক্ষিণ আফ্রিকায় 
তো বেশ ছিলেন | এলেন কেন গোল পাকাতে ?

-------‐-------------------------------------------


উনি দক্ষিণ আফ্রিকায় ছিলেন, বেশ ব্যবস্থা ছিল | মাতৃভূমি স্বামীজীর বৈপ্লবিক আদর্শে সুরক্ষিত ছিল ও সশস্ত্র সংগ্রামের সঠিক পথেই এগোচ্ছিল | ওঁর দেশে ফেরাই হল ভারতবর্ষের কাল | সর্বনাশা দুর্বলতা ভারতের স্নায়ুকেন্দ্রে সংক্রমণ করে জাতির মেরুদণ্ডটাই ভেঙে দিলেন উনি | ঘোরতর অবিদ্যা সঞ্চার করলেন দেশের রাজনৈতিক মানসে | তারই ফল ভারতের ত্রিখণ্ডিত হওয়া ও অদ্যাবধি বৃটিশের দাস হয়ে থাকা তাদের কমনওয়েল্থের সদস্যরূপে তাদেরই প্রভুত্ব স্বীকার করে | এমন দেশপ্রেম তিনকালে দেখিওনি, শুনিওনি বাবা | তাঁকে আবার জন্মভূমির জনকের আসনে বসানো | বাড়াবাড়ির চূড়ান্ত ! আমরা কি তাহলে সব তাঁর নাতি নাতনি ? এমন দাদামশায় আমি অন্তত চাই না | আমার নিজের দাদু এঁর থেকে অনেক বেশী পবিত্র ও চরিত্রবান ছিলেন, সত্যাশ্রয়ী, অকপট, যথার্থ দেশপ্রেমী, যা এঁর চরিত্র বিশ্লেষণে বিন্দুমাত্রও পরিলক্ষিত হয় না, সে যে যাই বলুক | আম্বেদকারই ঠিক চিনেছিলেন এঁকে আর চিনছেন অগণিত দেশবাসী আজ দিনে দিনে | বন্দে মাতরম্ !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment