Saturday 26 June 2021

POESY : কবির প্রতি


POESY

কবির প্রতি 

-----------------


আপনি আচরি প্রভু জীবেরে শিখায়,

দূর হতে কাব্যগাহি কদাপি না কয়,

নিজহস্তে তরবারি ধরি অরি নাশে,

নিছক ছন্দসুৃখে মগন না রয় |

লোকে তারে মানে যথা জনদুঃখ ভোগে,

রাজার সম্মান ত্যাজি প্রাসাদে না যায়,

পদ লহি তৎপরে নাহি তারে ত্যাজে,

নাহি লয় পদ কভু, প্রজাপীড়া সয় |

দূর হতে শব্দরূপ বাণী বলা সোজা,

ফাঁসির রজ্জু গলে পরা নহে তত,

দীপান্তরের গান আর কারাকষ্ট মাঝে

অন্তর অসীম কবি, বৃথা কাব্য যত |

তাই বলি জানু পাতি প্রণত হও এবে,

সকল সহীদ পদে অর্ঘ্য যদি দেবে |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment