Saturday 5 June 2021

পাছে দেরি হয়ে যায়


পাছে দেরি হয়ে যায়

----------------------------


যাঁরা কোরোনাক্রান্ত হয়ে প্রাণ বিসর্জন দিলেন ঘরে ঘরে, আজ ভেবে দেখার সময় এসেছে যে তাঁদের প্রতি আমরা যেমন মরণোত্তর শ্রদ্ধাজ্ঞাপন করছি, তেমনই জীবদ্দশায়ও তাঁদের যথোচিত সম্মাণ দিয়েছিলাম কিনা | প্রতিদিনের ছোট ছোট অপমান, অসম্মাণ, লাঞ্ছনা, যা আমরা প্রায় মৌলিক অধিকাররূপে আপনজনদের করে থাকি, যা তাঁদের প্রতিনিয়ত মৃত্যুমুখে পতিত হওয়ার দিকে ধাপে ধাপে, ধেয়ে ধেয়ে এগিয়ে নিয়ে যায়, তা কি আজ এই ভীষণ মরণতাণ্ডবে বন্ধ করার সময় আসে নি ? যে বর্বর, পাশব আচরণ গৃহে গৃহে সংঘটিত হয় প্রতিদিন, তার কি এবার পরিসমাপ্তি ঘটার ঘড়ি উপস্থিত নয় ? কি হবে এই মরণোত্তর শ্রদ্ধাজ্ঞাপনে যদি বেঁচে থাকতে তাঁদের সম্মাণ দিতেই না পারলাম ?


আজ জীবন অনিশ্চিত | একথা সন্ন্যাসীরা আবহমানকাল হতে উপলব্ধি করেই বৈরাগ্যবান হন ও গৃহের ক্ষুদ্র গণ্ডি কাটিয়ে বৃহৎ বিশ্বে বেড়িয়ে পরেন সত্যের খোঁজে | কিন্তু এ বোধ সাধারণের হয় না | মায়ায় আবদ্ধ জীব ভুলে থাকে মৃত্যকে এই সুৃখস্বপ্নে যে ঐহিক জীবন যৌবন চলতেই থাকবে, তার কোনো ইতি হবে না | কিন্তু এমন এমন পরিস্থিতিও আসে জীবনে যখন মহামৃত্যুর ভীষণরূপ আমাদের জীবনের ভয়ানক অনিত্যতাকে উপলব্ধি করতে বাধ্য করে | তখন সকলেই কমবেশী ভাবতে বসেন জীবনের গভীরতম সমস্যা নিয়ে | সত্যের অনুসন্ধানও নতুন মাত্রা পায় সর্বসাধারণের চিন্তায় | তখনই আসে চেতনা, জীবনকে নতুনভাবে দেখার আবেদন | আজ সেই সময় আগত |


দার্শনিক তত্ত্বকথা থাক | তার প্রয়োগ কতটুকু করি আমরা জীবনে ? প্রয়োগই ধর্ম | কথায় কিছুই নেই | তাই বলছিলাম শুরুতে যা, নিকটজনকে তো প্রতিদিন অপমানে অপমানে জর্জরিত করে আজীবন কোরোনাক্রান্ত করলাম | মরণকালেই বুঝি তাঁদের মূল্য বুঝলাম ? তাই কি মরণোত্তর শ্রদ্ধাজ্ঞাপনের এই প্রবল প্রবণতা ? দুদিন আগে তা দিলে হত না ? বেশ দেখে যেতে পারতেন | কিন্তু এখনও সময় আছে | এখনও পাশেই আছেন পাশের মানুষটি, হয়ত উপেক্ষিত, নিত্যভর্ৎসনার পাত্র, হয়ত উপেক্ষিতা, লাঞ্ছানার পাত্রী | কিন্তু আছেন | অপেক্ষায় আছেন ভাল ব্যবহারের | কখনও কখনও দিন গুনছেন কবে এই দুর্বিসহ জীবন হতে মুক্তি পাবেন মৃত্যুর অপার শান্তিসঙ্গমে | তাঁরাও তো মানুষ, আপনার স্নেহের পাত্র, আপনার প্রেমের পাত্র, আপনার সহানুভূতির পাত্র, আপনার নিরন্তর দুর্ব্যহারের নয় |


তাই, বেঁচে থাকতে মূল্য দিন, পরে না হয় আবার জীবনোত্তরকালে অশ্রুসিক্ত শ্রদ্ধাজ্ঞাপন করা যাবে | কিন্তু আজ যেন তাঁরা অবহেলার পাত্র না হন | আজ যেন তাঁদের দুর্বাক্যের কুঠারাঘাতে ছিন্ন ভিন্ন না করা হয় | আজ যেন তাঁরাও বাঁচার মত বাঁচতে পারেন | তারপর না হয় মরার মত মরা যাবে | এইটি মনে রাখবেন |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment