BASTILLE, 105 NORTH TOWER
BASTILLE, 105 NORTH TOWER
আমাদের Charles Dickensএর 'A Tale of Two Cities'এর Dr. Alexandre Manetteএর দশা | তিনি যেমন Bastilleএ দীর্ঘ ১৮ বছর একটি কারাপ্রকোষ্ঠে বন্দিরূপে কাটিয়ে নিজের পরিচয় ভুলে গিয়েছিলেন ও নিজপরিচয়প্রদানে কারাকক্ষের নম্বরই বলেছিলেন, "105 North Tower," তেমনই আমরা যুগ যুগ ধরে এই দেহরূপ কারাকক্ষে আবদ্ধ থেকে তাকেই নিজসত্তা বলে বিশ্বাস করে ফেলেছি ও আত্মসত্তা ভুলে গেছি | সেবাশুশ্রুষার দ্বারা Dr. Manetteএর আত্মস্মৃতি ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল | একইভাবে ঈশ্বরকে ঐকান্তিক ভালবাসার দ্বারা আমাদেরও এই স্মৃতিবিভ্রম দূরীকরণ ও আত্মস্মৃতিতে পুনঃপ্রতিষ্ঠা সম্ভব | আমরা প্রত্যেকে এক একটি Dr. Alexandre Manette | ফরাসি বিপ্লব যেমন তাঁকে উদ্ধার করেছিল, একইভাবে আর এক স্তরে আধ্যাত্মিক বিপ্লব আমাদের বদ্ধদশা ও স্মৃতিভ্রম হতে উদ্ধার করবে |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
আলোকচিত্র : Dr. Alexandre Manette in 105 North Tower, Bastille, Paris, 1789.
No comments:
Post a Comment