MESSAGES GALORE ... 103
MESSAGES GALORE ... 103
1. সমস্ত ভারতবাসীকে বিজ্ঞানমনস্ক করতে হবে | তবেই সর্বস্তরে, সর্বক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির প্রভূত উন্নতি সম্ভব যা দেশের প্রগতি ও শক্তির জনক হবে | বেদান্তকে জাতির পিতা ও বিজ্ঞানকে জাতির মাতা জ্ঞান করলে এ দেশ আবার 'জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে' |
2. There are some who love their desires more than the people who love them.
3. Let Pakistan first practise truth. Then we may have bilateral engagements with them. Right now it is duplicity, deceit and double-dealing all the way. How can peace talks be held with a malevolent administrative order whose sole objective is the destruction of India? #OperationSindoor
4. আদর্শের অভাবে জাতির বুকে ঘূণ ধরে গেছে | তারই দুষ্প্রভাবে সর্বত্র ক্ষয় | এখন এক পরম শূণ্যতা গ্রাস করছে সব কিছুকে | আদর্শের আশু আবাহন আবশ্যক | আধিকারিক পুরুষের আবির্ভাবের লগ্ন উপস্থিত | এখন শুধু সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা, দেবশিশুকে আনন্দবন্ধনে আলিঙ্গনপূর্বক নবযুগ নির্মাণের সময় আগত |
5. ঠাকুরের ত্যাগ দেখে যদি আমরা ভোগ করতে শিখি, তাহলে আর কি ? অধঃপতনের শেষ সীমায় এসে দাঁড়িয়েছি আমরা, উদ্ধারের বহির্প্রচেষ্টা বৃথা | এখন বিচারবিশ্লেষণরূপ অভ্যন্তরীণ অনুশাসনের দ্বারাই উদ্ধার সম্ভব | অতিমাত্রায় ইন্দ্রিয়ভোগে ক্ষয়, সংযমেই জয় |
6. ছেলেমেয়েরা ঠিক ঠিক পরাশোনা করলে দেশ শক্তিমান হবে | নইলে শত চেষ্টাতেও ২০৪৭এ বিকশিত ভারত সম্ভব নয় |
7. আমাদের দেশে গুণের মর্যাদা নেই, বিশেষতঃ বাঙালীদের মধ্যে পরশ্রীকাতরতার প্রাদুর্ভাব | গুণের সম্মান না হলে কোনো দেশ এগোয় না |
8. প্রতিটি হিন্দুর বাড়ীতে স্বামীজীর বই পরিবারের সকলের নিত্য পাঠ করা প্রয়োজন | তবে দেশের চরিত্র গঠিত হবে | তখনই যথার্থ সমৃদ্ধি |
9. মানুষ বক্তব্যের গভীরতা দেখে 'লাইক' দেন না, কে লিখছেন, কোন্ মহারাজ, কোন্ মিশনের, কোন্ মঠের, তাই দেখে প্রতিবেদনের যাথার্থ নির্ধারণ করেন |
10. বাঙালীদের মধ্যে শ্রদ্ধার বড় অভাব আজ | হৃত শ্রদ্ধা ফিরিয়ে আনতে হবে | তবেই বাঙালী আবার জাগবে |
11. Pakistan is a nuclear nation with Islamic terror in its nucleus. Beware, it is highly fissile! Modi has put the control rods in.
12. We must not seek the white man's nod in our conducting of national affairs. We must live and die by dharma. That's all.
13. ইষ্টমন্ত্রের মহাশক্তি | জপ কর সাধ্যমত | ইষ্ট আরূঢ় হয়ে আছেন মন্ত্রাসনে | তাঁকে অনুভব কর জপের মধ্য দিয়ে | জপের স্পন্দন সমস্ত শরীরে, মনে, জীবকোষে, অণুপরমাণুতে অনুভূত হোক | মহা কল্যাণ সাধিত হবে, মহাশক্তির উদ্বোধন হবে, শান্তির আবাসস্থল হবে দেহমন | ইষ্টের নিরবচ্ছিন্ন প্রেমপূর্ণ স্মরণমননের দ্বারা দর্শন হবে তাঁর | জীবন ধন্য হবে | 🕉
14. My countrymen, look not upon our beloved motherland through the eyes of the West. Fair-skin does not mean fairness in judgement.
15. Capitalism is a curse that cannot be dispensed with. Greed fuels capitalism, causes war to fulfil it. Capital keeps killing.
16. The West is losing ground and will be relegated to second place by Asia soon. Asia has been the cradle of civilisation and not the West.
17. First knowledge, second defence, third trade, fourth labour---this is the natural order of civilisation.
18. Advance science and technology in the country along with Sanatan culture and the result will be 'Vikasit Bharat'.
19. Shashi Tharoor of enlightened understanding of international affairs should be the leader of the Congress and not Rahul Gandhi of muddled thinking who is ruining the hopes of the Party. Tharoor's prolonged UN experience makes him the fittest candidate for fulfilling the role.
20. Pakistan was carved out of India by jihādi bloodbath. Hence, jihād is in the DNA of Pakistan which calls for Hindu-hatred.
21. Pakistan, born in terror, lives in terror and will die in terror, for, as Christ said, "He who liveth by the sword shall perish by it." Pakistan was born in the sin of dismembering the motherland and must pay for it with its own people rejecting it. The dastardly Pak army must go.
22. Taimur Langrā, the jihādi butcher who murdered millions is Pakistan's hero. So is Mahmood Ghaznavi, the plunderer and mass-killer.
23. Animals have no religion. So they prey on each other driven by instinctive nature. Humans have religion. Yet they prey on each other driven by theological doctrine. It seems preying is the L.C.M. of life. But hang on. Sanatanis do not prey on each other driven by faith for they are by birth and from birth civilised by philosophy that is universal and all-embracing.
24. Britain teaches us human rights? What was Britain doing in India in the guise of a company? Only trading?
25. Read the Qur'an and understand jihād. Then verify perception by reading Islamic history. Draw your conclusions then.
26. I am a Hindu and I will defend my Dharma against all jihādi attack. My keypad is my word-missile launcher.
27. One of the greatest acts of patriotism must be to resist conversion of Hindus to Islam snd Christianity. Bring forth Hindu children and rear them into becoming valorous warriors of the Spirit. We must as a race flourish in every sphere of life. In it lies Hindu renaissance. In it lies our civilisational good.
28. The greatest enemy of the Hindus is their refusal to learn about evangelical Christianity and jihādi Islam. Ignorance is death.
29. Islam's history is very interesting. Jihād is its most intriguing feature. Everything centres round it. Study jihād. Know Islam.
30. We need men of character more than men of commerce making the country dance to its delirious tune. Even monks are dancing, alas!
31. The torture and murder Hindus are suffering in Bangladesh is beyond depiction. And, yet, Bengali Hindus sleep with utopian ideas.
32. Swami Vivekananda said, "I am proud to be a Hindu." So do I say as well and emphatically so.
33. Work hard to build the country irrespective of the miserly return you get from the crony capitalists for your labour. Bharat Mata will look after you, reward you for it in the fulness of time. And the country will become great. Our motherland will rise to occupy her pristine position in the comity of nations as preceptor to the whole world. The Sanatan Dharma must triumph. Satyameva jayatey! Vande Mataram! 🕉
34. যা ন্যাকামি শুরু হয়েছে ভারতের দুই বীরাঙ্গনাকে কেন্দ্র করে, তা এ দেশের ইন্দ্রিয়পরবশ বিজ্ঞাপনমুখী মানুষের যথার্থ জঘন্য পরিচায়ক |
35. Even in dream, dream no more. Be wide awake. Terror strikes everywhere and we must strike terror into the heart of terror itself.
36. Who is the West? Ex-coloniser? Present neocoloniser? Destroyer of Asia, Latin America and Africa? Warmonger? Earth-defiler? Global warmer? Why should their sanction matter when at the drop of their selfish hat they impose sanctions on what they deem to be enemy nations?
37. 'Atmanirbhar (self-dependent) Bharat' means 'Atmasachetan (self-conscious) Bharat'. #VikasitBharat
38. We need great men and women galore to guide our nation to glory and good. #VikasitBharat
39. The pride of a nation cannot be the plight of its people. Raise the masses by educating them in the ways of the world and the laws of the Spirit. #VikasitBharat
40. ঊর্ধ্বগামী ভালবাসাই ভক্তি |
41. Selfie or selfishness?
42. The British choose not to wash off German Nazism the way they downplay their own dastardly colonialism the world over. Selective presentation of history.
43. Proselytism is puerile.
44. You don't save any. You bind people even more in your bid to save them. The world is in need of sane men, not Saviours.
45. Prophethood is purely an Abrahamic idea and does not stand the litmus test of Atmajnān. None of the Abrahamic prophets were Rishis.
46. Strengthen your state or perish. This is the simple and sad truth that history teaches us. Shall we heed?
47. One must be able to speak clearly and one can do so if one can think clearly. Clarity of conception leads to clarity in articulation.
48. Read more, write more. Do not indulge your mind in idle adulation of heroes. Read, reflect, realise. Be creative.
49. We suffer too much from a levity of spirit. It pervades every phase of national life barring perhaps defence. Deepen yourself.
50. ইংরেজীতে সাক্ষাৎকার নেওয়ার আগে যথাযথ ইংরেজী বলার ক্ষমতা অর্জন করা বাঞ্ছনীয়, জিহ্বাপ্রক্ষালণ যার অবশ্য অন্তর্গত |
51. The leftists study a lot. Their critics merely carp. Wish to replace them in academia? Then develop your intellectual faculties.
52. It is idle to expect even in great men and women purity, continence and unselfishness of character. Such personalities are rare.
53. শরাণাগতিই শান্তি |
54. পাপের ঘড়া পূর্ণ না হলে গদিচ্যূতি ঘটে না | যখন ঘটে তখন সমূলে বিনাশপ্রাপ্তি, বহুপ্রাপ্তির পূর্ণফল, মর্মান্তিক কৈবল্যপ্রাপ্তি |
55. You know, it is absence of faith in the Guru that casts a shishya/shishyā in the gloom of despair and desolation. Faith restored, all is bright and cheerful. The false ego plays the real rogue. Quite a play!
56. The study of Sanskrit will usher in a Hindu renaissance.
57. শরীরের বিজ্ঞাপন দিয়ে কি ধর্মলাভ হয় ?
58. It is no good living like human brutes delighting in sense pleasures and body display. Man has a mind to exercise and a soul to see.
59. আয়না আছে | নিজের ছবি দেখা যায় | তাতে সুখ নেই | সেটা তো স্বার্থপরতা হয়ে গেল, তাই না ? একা একা ভোগ করব ? তার থেকে ভাল সমস্ত জগতকে দেখাই কত সুন্দর লাগছে শরীরটা আমার আর লোকে খুব বাহবা দিক | এই না হলে ধার্মিকতা ? এই না হলে দেশের প্রগতি ? শুধুই শরীর |
60. যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করতে পারেন এমন সাধু দেখতে পাই না | আদর্শের সাথে আপস যেন আজ স্বাভাবিক হয়ে গেছে | জ্বলন্ত ত্যাগপূত জীবন চাই একটা যা যুবকদের ত্যাগের পথে উদ্বুদ্ধ করতে পারে |
61. Absolute purity is necessary to influence human society for the better. Not a trace of Maya should spoil discourse.
62. আপাততঃ 'মা ব্রিজ' | সি.পি.এম. ফিরে এলেই 'মাও ব্রিজ' হয়ে যাবে |
63. If in making your coments you abuse me, you shall in sophisticated terms be suitably paid back. Take care.
64. Seven exoduses of Hindus from Kashmir over 600 years, the last one in 1990 when 500,000 Hindus were forced into exile by pro-Pakistan jihādi Indian Muslims.
65. 'শত্রুর শেষ রাখতে নেই |' কিন্তু শত্রুর শেষ তো রয়েই গেল | তাই ভবিষ্যৎ আক্রমণেরও সম্ভাবনা রয়েই গেল | সমূলে উৎপাটন করা গেল না |
66. ছোটবেলায় বিদ্যালয়ে শিখেছিলাম যে দুজন কথা বলা কালীন তৃতীয় ব্যক্তির তার মাঝে অযাচিতভাবে কথা বলা উচিত নয় | একই ভাবে আজ মনে হয় যে এক ব্যক্তি তাঁর বক্তব্য পেশ করা কালীন আর এক জনের তাঁর কথার মাঝে কথা বলা অনুচিত | কিন্তু টিভির পর্দায় এর বিপরীতই লক্ষ্য করি সব সময় | বাল্যকালীন শিক্ষার এই অপলাপ দেশের সাংস্কৃতিক অধঃপতনের প্রকৃষ্ট পরিচায়ক |
67. The Character Quotient (C.Q) of the country must improve. Right now it is levity and superficial knowledge that abounds.
68. দিবারাত্র পূর্বপূর্ব সরকারকে যথাযথ ইতিহাস পরিবেশন না করার জন্য যাঁরা দোষ দেন, তাঁরা আর যাই হোক ইতিহাসপাঠে মোটেই আগ্রহী নন | তাঁদের এহেন দোষগ্রাহীতা বৌদ্ধিক আলস্যের পরিচায়ক | আজ বহু তথ্য ইন্টারনেট ও প্রকাশিত পুস্তকে সহজলভ্য | তবুও এঁরা তা পড়েন না | শুধু চিরাচরিতভাবে সরকারকে দোষ দিয়ে কর্তব্যসাধন করে থাকেন | যা পাওয়া যাচ্ছে তা কি পড়েছেন না পড়তে এতটুকু আগ্রহী ? যদি তাতে ব্যাপৃত থাকতেন তো এত সময় থাকত না অনুযোগের ওই একই সুর টানার |
69. The best way to help advance Mother Teresa's cause is to completely abstain from converting Hindus to Christianity.
70. বাংলাদেশে ভীষণ বিপন্ন হিন্দুরা | আপনারা সমস্বরে তাঁদের রক্ষার্থে জয়ধ্বনি দিন | বিপদের মোকাবিলা করতে তাঁরা সাহস পাবেন, অধিক সমর্থ হবেন | মনের বল মহাবল | তা বাড়ানোর ক্ষমতা আমাদের আছে | সহমর্মিতা ও সাম্যস্পন্দন এর উপায় | চিন্তাতরঙ্গ প্রেরণের দ্বারা তা সম্ভব | সকলে বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের কথা চিন্তা করুন, তাঁদের জন্য মায়ের কাছে প্রায়শঃ প্রার্থনা করুন ও তাঁদের সমর্থনে, সহায়তায় এগিয়ে আসুন যে যেভাবে পারেন | অন্ততঃ তাঁদের দুঃখদুর্দশা অনুভব করুন এবং তাঁদের প্রতি সহমর্মিতায় উদাসীনতা পরিত্যাগপূর্বক প্রত্যহ প্রচার মাধ্যমগুলির দ্বারা প্রচার করুন তাঁদের কষ্টের কথা ও তার প্রতিকারের ব্যবস্থা যতটা পারেন করুন |
71. Shashi Tharoor's national mission now coming of age. May it be as glittering as his international mission at the United Nations!
72. There are a plethora of patriots post Operation Sindoor who are hiding their daggers beneath their suddenly kindled nationalism. These are not to be trusted. When the moment arrives, they will uncover their daggers, unsheathe their swords and strike hard to fulfil their mission unaccomplished, that of destroying the Sanatan civilisation. We have been repeatedly betrayed in the past and can bear such betrayal no more. Beware of perfidious patriots plotting to precipitate India before imposing the 'perfect' faith on all and sundry!
73. A country becomes weak when its people become so mercenary as to make money even out of national misfortune.
74.
Rich people should realise that they are merely the trustees of God's wealth which is to be spent only for public welfare and not for personal ends. To this end Swami Vivekananda had spoken to John D. Rockefeller. Our industrialists, who revel in showing off their wealth during weddings and like engagements and in general living of a luxurious kind, must also remember this lesson of Swamiji unto the American tycoon and behave in a responsible manner.
75. For heaven's sake 'like' a post for its thought-content and not for the appended photograph.
76. Preach Vivekananda with vigour. He was, in Netaji's words, 'a full-blooded masculine personality'. Your posts on this seminal sage, on this warrior monk ought to be likewise that brings out the fire in man. Ignite the world with Vivekananda and strengthen the nation with it. Vivekananda is India's solution to the perplexing problems of the world, the panacea to the perfidies afflicting it.
77. Precision, conciseness and directness ought to be the attributes of good writing. The reader's attention must not be allowed to waver nor his understanding muddled up. Simplicity of style ought therefore to be the key in literary communication. Swami Vivekananda's style of writing is eminently the best exemplar of this. His is the modern conversational style of writing where the reader is brought into counsel and addressed in near colloquial terms.
78. Saptarathi.
79. যতদিন না আর.এস.এস.কে বাঙালীরা গ্রহণ করার সৎসাহস ও সক্ষমতা অর্জন করতে পারবে, ইসলামের পদানত হওয়া তাদের কেউ ঠেকাতে পারবে না |
80. General Sam Manekshaw was made Field Marshal for winning a war. General Asim Munir has been made Field Marshal for losing it.
81. Post bombardment by the IAF, Pak airbases are but rubble-fields where Asim Munir will have to marshal his forces. Hence, Field Marshal.
82.
Munivar, irādā kyā?
Merā nām se samjho bewakoof---Muniwar!
83. দিন রাত সেলফি না তুলে, নাচ-গান-কবিতা-নাটক নিয়ে পড়ে না থেকে সামরিক বাহিনীতে যোগ দিক বঙ্গসন্তান | রাজনীতি কম, দেশসেবা বেশি |
84. Brave Bengalis, no Bengal Regiment in the Indian Army? Only fruitless politics in the state? You demand rights? What about duties?
85. This Mumbai film culture, now rampant in advertising and social life, is eating into the vitals of the nation. Compulsory military training is the way out of this debilitating tendency. A warrior attitude, a martial spirit is the need of the nation. All effeminacy must be shunned, anything that paralyses the system, weakens the nerves, dilutes concentration and makes the nation impure must be rejected forthwith as poison in just the manner Swami Vivekananda has exhorted us to do. Unfortunately, we have been reduced to a mass of indisciplined rights-demanding, duty-shirking, irresponsible citizens of little positive contribution to the nation but massive expectation nonetheless from it. This simply does not work.
86. ঠাকুর বললেন, "টাকা মাটি, মাটি টাকা |" আর লোকে তার বিপরীতে মেতে গেল | যারা মানল কিছুকাল, পরে তারাও মানল না ?
87. Hindu genocide in Murshidābād, West Bengal. And, yet, must you sleep? Hindus, awake!
88. নেচে গেয়ে ভক্তির দিন গেছে | এবার কুরুক্ষেত্রের ক্ষাত্রধর্মপালনই ভক্তির পরিচায়ক হোক | এতটুকু দুর্বলতা যেন প্রকাশ না পায় |
89. কেঁদে লাভ নেই | হিন্দু, জাগো ! অনেক নাচ, গান, কবিতা, ইন্দ্রিয়পরায়ণতা হল | পরিণাম ? ক্রামান্বয়ে নিপীড়নসহন | এবার শরীরচর্চা, সামরিক শিক্ষা কর দেখি ? দেখো কেমন শৌর্যবীর্য ধারণ করলে প্রতিপক্ষ কাঁপে |
90.
আর.এস.এস. এর একনিষ্ঠ কর্মকর্তা শ্রী একনাথ রানাডের অক্লান্ত প্রচেষ্টা, পরিশ্রম ও স্থিতসংকল্পের বলে স্বামীজীর আশীর্বাদে কন্যাকুমারিকার 'বিবেকানন্দ রক টেম্পল' গড়ে ওঠে | এটাও ভাববার বিষয় |
91. NOT QUITE THOUGH
After the Indus water ban Pak farmlands are drying up. General Asim Munir has therefore changed profession to becoming Field Marshal (Head Farmer) in order to guide farming along powdery dry lines. As the saying goes, "যখন যেমন, তখন তেমন |"
92.
The voice must deep and resonant be,
Full of the thunder of the naad;
The soul must afire be with love,
Blossoming life abaad.
93.
The Self can never updated be,
There movement has fully stopped.
The mind in alternate rise n fall,
Has body and moods all mopped.
94.
Every movement of the body must be watched,
Every mood of mind,
Every smile for intent within,
Manhood manifested in all.
95. Swami Vivekananda was manhood personified.
96. If you are a genuine follower of Swami Vivekananda, the least bit of effeminacy will be driven out of your system.
97. Reject western depiction of Indian history. Read from Indian sources and rewrite history from the Indian standpoint.
98. স্বামীজী 'ওঠো ! জাগো !' বলেছিলেন, 'নাচো ! গাও !' বলেন নি |
99. I have often wondered how a person of such singular brilliance as Shashi Tharoor should subscribe to subservience to fools.
100. Endless are the woes and endless are the ways.
No comments:
Post a Comment