রামকৃষ্ণ-অনুগামী, জাগো !
রামকৃষ্ণ-অনুগামী, জাগো !
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
ঠাকুর ত্যাগমূর্তি, বৈরাগ্যের জ্বলন্ত বিগ্রহ | তাঁর ভক্ত-শিষ্য হতে হলে জীবন ত্যাগপূত হওয়া চাই | সত্যসংকল্প এই প্রেমিকপুরুষের অনুগামী হতে হলে সত্যবাদী হওয়া আবশ্যক | তাঁর মুখনিঃসৃত 'শিবজ্ঞানে জীবসেবা'---এই মহাবাক্যকে যুগধর্মরূপে গ্রহণ করে সেইরূপ কর্মানুষ্ঠান করলেই প্রকৃত রামকৃষ্ণভক্ত হওয়া সম্ভব | অলস স্তুতিতে তাঁর মন ভরবে না | যুগধর্মস্থাপনকার্যে সহায়তা করতে হবে | আসুন, আমরা সকলে এই মহাব্রতে নিজেদের নিযুক্ত করি আর সম্মিলিত প্রচেষ্টার দ্বারা ঠাকুরের মহান কর্মযজ্ঞে নিজেদের উসর্গীকৃত করি | জয় রামকৃষ্ণ ! জয় মা !
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment