Thursday, 1 May 2025

জিহাদবিহীন ইসলাম ?

জিহাদবিহীন ইসলাম ?

●●●●●●●●●●●●●●●●


কিন্তু জিহাদ তো ইসলামের অবিচ্ছেদ্য অংশ, তাও নয়, মূলমন্ত্র ? কোরান আর সহি হদিস ('বুখারী' ও 'মুসলিম') পড়লেই বোঝা যাবে এ কথা | অতএব ? ইসলামের ইতিহাস পাঠ করলেই পরিষ্কার হবে ব্যাপারটা আরও | সীতারাম গোয়েল, রাম স্বরূপ, কে. এস. লাল., যদুনাথ সরকার---এঁদের ইসলাম বিষয়ক বই পড়লেও জলের মত স্বচ্ছ ধারণা জন্মাবে ইসলাম সম্বন্ধে | স্বামীজীর বাণী এ রচনাতেও বহু উদ্ধৃতি আছে এ বিষয়ে | শ্রীঅরবিন্দ, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র ও সর্বোপরি আম্বেদকরের বহুল রচনায় ইসলাম ও তার কাফির-মুশরিক নিধনকারি জিহাদের ভূরি ভূরি উল্লেখ | দাওয়াত-এ-ইসলামীর কি হবে যার মূল উদ্দেশ্য সমস্ত কাফিরকে ইসলামে ধর্মান্তরিত করা, যদিও ইসলাম কোনো ধর্ম নয়, ইসলাম হল দীন ? ইসলাম রইল আর জিহাদ রইল না, এও আবার হয় নাকি ? এ তো শরীর রইল, মস্তিষ্ক, হৃৎপিণ্ড রইল না'র মত কথা হয়ে গেল | তার চেয়েও বেশী---শরীর রইল আত্মাচ্যূত হয়ে | এ কি সম্ভব ? আর কোরানে আল্লাহ্ বলে দিয়েছেন যে এটিই সর্বশেষ ঐহিক-পারমার্থিক মত যা নিখুঁত ও সর্বকালে সর্বজনের ওপর প্রযোজ্য, অপরিবর্তনীয় ও অপরিবর্ধনীয় কারণ আল্লাহ্ কোরানে তাঁর নির্ণীত দীনে নিজেই ইতি টেনেছেন | তাই জিহাদমর্মী, জিহাদধর্মী মদীনা-ইসলাই ইসলামের শেষ কথা | এখন ভাববার বিষয় রইল তাহলে এই যে কেমন করে ইসলামের অন্যান্য ধর্মমতগুলির সাথে সহাবস্থান সম্ভব সর্বমতসহিষ্ণু ভারতে যেখানে ইসলাম স্বয়ং তার বিরোধী, দার-উল-হার্বকে দার-উল-ইসলামে পরিবর্তন করতে যা আল্লাহনির্দিষ্ট  বাধ্যতায় বদ্ধ ? 🕉 হিন্দু !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment