MESSAGES GALORE ... 105
MESSAGES GALORE ... 105
1. এবার দেখছি বোকা বোকা পোস্ট করতে শুরু করতে হবে | সূক্ষ্ম বস্তু দিলে যা যন্ত্রণা ভোগ করতে হয় 'বিজ্ঞজনের' হাতে, তা আর বলার নয় |
2. দেখছি কি সুন্দর 'ইত্যাদি' ক্লাবের সভাপতি হয়ে বসেছি |
3. Leftist historians, no less their Bengali edition, have done tremendous damage to the true chronicling of India's history. And they continue to do so. It is for us to rewrite the counter-narrative along nationalistic lines without giving it false ideological slant. Truth has its own strength to stand on and let us state the truth free and fair through detailed study, reading and research before chronicling our own version of the way things actually happened.
4. The Atman beholds the Atman by the Atman. It is a self-reflective vision, perfectly subjective.
5. The history of the world is rolling down the ages right till this day in an endless series of cause and effect.
6. Chaitanya Mahaprabhu was love personified. Who would have thought that he would reincarnate as Sri Ramakrishna on the very date of his own birth exactly 350 years later, love personified yet again, this time reinforced with a universal sympathy encompassing the whole gamut of spiritual experience that humanity has been subject to and stretching its arms beyond known borders unto the realm of newer experiences unravelled and lived? Mahaprabhu was born on 18 February, 1486 and Paramahamsadev was born on 18 February, 1836, the intervening period exactly 350 years.
7.
'Shrinvantu vishve amritasya putrā
Ā ye dhāmāni divyāni tasthu
Vedāhametung Purushung mahāntung
Ādityavarnung tamasa parastāt
Tvameva viditvāyati mrityumeti
Nānyahapanthhā vidyatey ayanāya.' ~ Svetāshvatar Upanishad
Translation:
Hear ye, O children of immortal bliss.
Even those who reside in divine realms, hear.
I have known the Great Being
Whose colour is of the radiant sun
That abides in the realm beyond darkness.
Even ye will have to know It
If ye must conquer death.
There is no other way.
8. Swami Nirmalānanda was a direct We need to spend much more in defence to keep up with China which is our principal threat.monastic disciple of Thakur. He has been derecognised by the Order of this status. Time to restore it.
9. We need to spend much more in defence to keep up with China which is our principal threat.
10. The world periodically seeks war. We are as yet as savage as that. But the question arises: Is this the way to peace, prosperity and progress?
11. Bengal must learn to culturally integrate herself with the rest of India. She must never forget that she is a provincial part of India and not a separate, disjoint unit that should pride itself in calling the rest of Indians non-Bengalis, as if there is such a sharp divide between her and the rest of India that would lend her such a distinctly divisive cultural identity. We do not hear of non-Biharis, non-Gujaratis, non-Punjabis, non-U.P.ites, non-Harianvis. Then why non-Bengalis?
12. Sharmistha Panoli has been arrested. The question that arises is this: How far does freedom of speech and expression extend?
13. Are Hindus even free to express their opinion in a Hindu-majority state?Or, is democracy being used to undermine democracy itself?
14. How long must we suffer from Pakistani cross-border fire targeting our civilians? Blasphemous, isn't it?
15. O strong, thou shalt persecute the weak! This is the Darwinian Principle. But should this be Divine Law as well?
16. Are we allowed to speak uncomfortable truths? Or, ought we to abide by blasphemy laws that by default operate to stifle freedom of speech? Whither maturity of democracy when people cannot digest the hard facts of history and must perforce be made to live in fair fantasy by politicians who gain by driving wedges across society, otherwise well integrated, by citing insignificant instances of breach of civic decency? Who are to blame really? The malicious politicians who scheme out others' downfall and stir up controversy that would never in the first place gain ground without their active assistance, even intervention, or, the foolish commoners seeking attention and unable to restrain emotions preprogrammed by daily night time television ruckus? One wonders how long the gullible will continue to be influenced by crafty politicians seeking petty ends? Millennia have passed and yet the fools suffer the schemes of their Machiavellian masters. It is time to be better educated and to reject the roguish moves of these mass fashioners of public opinion. Jai Hind!
17.
এটাও জামা, ওটাও জামা |
এটা দুদিন বাদে বাদে ফেলি,
ওটা জীবনশেষে ফেলি ||
18.
Love questions not.
Love answers not.
In silence abides love.
19. Hindus persecuted in Hindustan. What an irony!
20. We are so powerless against fate. Time will kill us all and, yet, we kill each other as if accomplice to Time. Kali! Kali! Kali!
21. বাণিজ্যিক বিজ্ঞাপনগুলো সব মিথ্যের ওপর দাঁড়িয়ে আছে | একগাদা প্রতিশ্রুতি, অসত্য আশ্বাস, প্রবঞ্চনা প্রতিপদে |
22. Do not reduce love to cellular mechanism. Let its music be not lost in the babble of reason. May art adorn, poetry paint what is lost so often in loaded logic, in metreless prose of a mundane kind!
23. Why does an Indian girl suffer incarceration in contradicting a Pakistani's false claims? Is it because she went overboard with unparliamentary language in her verbal duel or is there a malicious political motivation moving her arrest? Sharma first, now Panoli---the casualties multiply. Where are we headed when our youth are thus targeted by malicious elements to serve perfidious purposes in the name of pretended patriotism whose purported end seems to be to undermine democracy itself in the name of preserving it? #sharmistha
24. মানুষ দৈবস্বভাবসম্পন্ন হলে কি হবে ? জাগতিক বাসনায় বদ্ধ আত্মবিস্মৃত জীব | দুদিনের জীবনে গ্রাসাচ্ছাদন, থাকার জায়গা হলেই হয় কিন্তু তাতে আশ মেটে না | আরও চাই, আরও চাই করে দুঃখময় জীবন যাপন করে | তায়, বাসনা আবার সহজে পূর্ণ হওয়া চাই | খাটতে পারব না বাবা ! ভগবান, গুরু, এঁরা আছেন কি করতে ? এঁরা যদি বৈষয়িক ভোগের সামগ্রী যথেচ্ছ নাই দিতে পারলেন, ভোগের অপরিসীম আকাঙ্ক্ষা নাই মেটাতে পারলেন, তো এঁদের ডেকে লাভ কি ? জীবনের সব সম্পর্ক লাভক্ষতির নিরিখে দেখে মানুষ, সব আসলে বেনে নাস্তিক |
25. মানুষ চাই, মানুষ---যারা স্বার্থ ছাড়া বাঁচতে জানে, বীরের ন্যায় মরতে জানে, অর্থে যাদের অনর্থজ্ঞান সম্যকরূপে স্থিত, ত্যাগের জ্বলন্ত বিগ্রহ যারা | এমন মানুষের সন্ধানে ভারতমাতা, গর্ভ হতে যারা তাঁরই 'জন্য বলিপ্রদত্ত,' এতটুকু পাশ্চাত্যভাব যাদের স্পর্শ করেনি, ভোগের প্রচ্ছন্ন প্রভাব হতেও যারা পূর্ণমুক্ত | এমন মানুষ হাজারে হাজারে চাই---তবে এ দেশ উঠবে |
26. দেশের বৌদ্ধিক স্তর নেমে গেছে, নেমে যাচ্ছে দিনে দিনে | মধ্যমেধার জয়যাত্রা আজ নিত্য অনুষ্ঠিত |
27. বহির্শত্রুর চেয়ে অন্তর্শত্রু বড় কম নয় | এরা দৃশ্য, আবার অদৃশ্যরূপে নিত্যনিয়ত দেশের সর্বনাশসাধনে |
28. সিঁদুরের রং লাল, রক্তের রং লাল কিন্তু দেশোদ্রোহীতার রং কৃষ্ণকালো |
29. Most of our Sanātan sages and saints lie buried in obliterated history beyond the reach of recovery. But their thought vibrations live among us, forging a collective mass unto becoming beacons of light.
30.
'Arise! Awake! And stop not till the goal is reached.' -- Swami Vivekananda
These words of Swamiji, freely translated from the Kathopanishad invocation, are sounding and resounding across the length and breadth of Bharatvarsha, arousing the leonine spirit of the ancient Hindu race unto life and action. They are pregnant with divine energy, the power that Swamiji has come to bear upon us, his legatees, who have been charged with fulfilling his mission of awakening the divine in man, not debilitation in superficial devotion but royal, masculine strength that serves, suffers and sacrifices all unto the ushering in of a higher order of terrestrial existence en route to the Existence Absolute. The Geeta in action was Swamiji, and so must we be, live torches of the Ancient Spirit that must triumph over the darkening ignorance of delusive Māyā. Jai Swamiji!
31. হিন্দু ঐক্য চাই | সংহতিই শক্তি | শক্তিই জয় | জয়েই সংরক্ষণ |
32. What goes on in most television channels is not journalism but hooliganism.
33. Greed is opposed to God.
34. আমাদের ভোগসর্বস্ব জীবনই ভাগাড় | মুক্তি নেই তাই | গঙ্গাতীর এখনও অনেক দূর |
35. Bengal has fallen behind with its pronounced intellectual pretence which is sharp contrast to real intellectuality.
36. Bengal's rise lies in her adopting the martial culture that is so characteristic of the Sikhs, all of course in the Bengali way.
38. সারা ভারতটাকে জাগাবার জন্য স্বামীজী তপস্যা করলেন |
39. We have to raise the average IQ level of our countrymen.
40. Rising knowledge, valour, commerce n labour welfare in proper proportion are the indices of progress, not so much mere rising GDP.
41. When Hindu girls are targeted by anti-Hindu elements, it is our dhārmic duty to stand by them.
#sharmistha
42. What sort of retribution is this when unconditional apology cannot seal matters, and seeks vengeance thus?
#sharmistha
43. Is there no end to Hindu suffering? Earlier it was invaders persecuting us. Now it is elements within who strike us the hard legal blow. Forbearance and forgiveness have been our national attributes. Now no more so with political perfidy perverting purpose.
#sharmistha
44. So many great men and women were born in the 19th and early 20th centuries. Why has the fountain dried up?
45. Cast off fear. Stand firm. Defend the Dharma.
46. ঠাকুরের ভক্ত হতে গেলে কিন্তু সাহসী হতে হবে | ভয় ও ভক্তি সহাবস্থান করে না | ঠাকুরের প্রথম কথাই হল,
"লজ্জা, ঘৃণা, ভয়,
এ তিন থাকতে নয় |"
47. Unite against jihādis who threaten Hindu safety and security. 1300 years of bondage have been experience enough. Now no more.
48. Freedom of speech which is so fundamental for the thriving of a democracy is being restricted more and more using those very democratic means. This is autoimmune syndrome afflicting democracy which will kill it in the long run as its perpetrators gain ground with demographic change deliberately effected to ensure this end. This simply is a sinister design that must be resisted en masse.
49. We should have character enough to hold on to our Dharma, live for it, if necessary die for it, but never to give it up. 🕉 Hindu!
50. In defence of the Dharma lies immortality. 🕉 Hindu!
51. Swamiji said that every Hindu's suffering ought to affect all of us and we should try to alleviate it.
Question: Does it?
52.
'বৃক্ষ ইতি স্তব্ধ |' -- শাস্ত্রবচন
শান্ত সমাহিত মহাপুরুষ সেই স্থিতধী বৃক্ষতলে |
53. Merely being good is not enough. We have to be strong as well, strong to defend the Dharma and defeat adharma in its wake.
54. Insignificant offence, great punishment. Significant crime, remaining scot-free. Divine dispensation, dada, divine dispensation!
55. Getting hurt at the drop of a hat is the sign of immaturity of emotional make-up. Time to grow up, buddy!
56. A good dose of Swami Vivekananda, Sitaram Goel and Ram Swarup can do wonders for Hindus. Let's begin.
57. Swamiji used to detest such effeminate rendition of soft sentimental music. স্বামীজী সংগীতে নৃত্যে, হাবে ভাবে, ওঠা বসায়, চলা ফেরায়, সর্বব্যবহারে পৌরুষ অবলম্বন করতে বলেছিলেন | এহেন মেয়েলী ভাব ত্যাগ করতে বলেছিলেন যাতে জাতির চরিত্র সবল হয়, মেরুদণ্ড সোজা হয়, আক্রান্ত সভ্যতা আবার উঠে দাঁড়াতে পারে স্বমহিমায় | কিন্তু আজও তাঁর সে কথা তাঁর অনুগামীরা শুনছেন না |
"খোল-করতাল বাজিয়ে লম্ফঝম্প করে দেশটা উৎসন্নে গেল। একে তো এই dyspeptic (অজীর্ণ) রোগীর দল, তাতে আবার লাফালে ঝাঁপালে সইবে কেন? কামগন্ধহীন উচ্চ সাধনার অনুকরণ করতে গিয়ে দেশটা ঘোর তমসাচ্ছন্ন হয়ে পড়েছে। দেশে দেশে, গাঁয়ে গাঁয়ে যেখানে যাবি, দেখবি খোল-করতালই বাজছে! ঢাকঢোল দেশে তৈরি হয় না? তুরীভেরী কি ভারতে মেলে না ? ঐ-সব গুরুগম্ভীর আওয়াজ ছেলেদের শোনা। ছেলেবেলা থেকে মেয়েমানষি বাজনা শুনে শুনে, কীর্তন শুনে শুনে দেশটা যে মেয়েদের দেশ হয়ে গেল! এর চেয়ে আর কি অধঃপাতে যাবে ? কবিকল্পনাও এ ছবি আঁকতে হার মেনে যায়! ডমরু শিঙা বাজাতে হবে, ঢাকে ব্রহ্মরুদ্রতালের দুন্দুভিনাদ তুলতে হবে, 'মহাবীর, মহাবীর' ধ্বনিতে এবং 'হর হর ব্যোম্ ব্যোম্' শব্দে দিগ্দেশ কম্পিত করতে হবে। যে-সব music-এ (গীতবাদ্যে) মানুষের soft feelings (হৃদয়ের কোমল ভাবসমূহ) উদ্দীপিত করে, সে-সব কিছুদিনের জন্য এখন বন্ধ রাখতে হবে। খেয়াল-টপ্পা বন্ধ করে ধ্রুপদ গান শুনতে লোককে অভ্যাস করাতে হবে। বৈদিক ছন্দের মেঘমন্দ্রে দেশটার প্রাণসঞ্চার করতে হবে। সকল বিষয়ে বীরত্বের কঠোর মহাপ্রাণতা আনতে হবে। এইরূপ ideal follow (আদর্শ অনুসরণ) করলে তবে এখন জীবের কল্যাণ, দেশের কল্যাণ। তুই যদি একা এভাবে চরিত্র গঠন করতে পারিস, তা হলে তোর দেখাদেখি হাজার লোক ঐরূপ করতে শিখবে। কিন্তু দেখিস, ideal (আদর্শ) থেকে কখনও যেন এক পা-ও হটিসনি। কখনও সাহসহীন হবিনি। খেতে শুতে পরতে, গাইতে বাজাতে, ভোগে রোগে কেবলই সৎসাহসের পরিচয় দিবি। তবে তো মহাশক্তির কৃপা হবে।"
~ স্বামী বিবেকানন্দ
'My mission is not Ramakrishna's nor Vedanta's but simply to bring manhood to this people.' ~ Swami Vivekananda
P.S. The musical tune has also been conveniently copied from S.D. Burman's famous song
'Bondhu, rongilā, rongilā, rongil re,
Āmāre sariyā bondhu koi gelā re.'
That much for devotional honesty!
https://www.facebook.com/share/p/1HusjN3Lxo/
58. Here there are fools galore. Wonder where?
59. Would it were that devotees of Thakur exhibited greater manhood as Swamiji wished!
60. ঠাকুরের বাণী মাঠে মারা যাচ্ছে, বেঁচে আছে তাঁর ছবি |
61. Bilawal Bhutto's press conference at the UN was marked by a deep sense of fear of India that Pakistan is now suffering from.
62. Bilawal Bhutto has inadvertently equated Pak terrorists with Pak civilians by harping on the lie that India had targeted Pak civilian locations when India has with film footage proved it categorically that she had only target terrorist camps.
63. Was Bilawal Bhutto looking at a mirror and speaking about India? I wonder.
64. A hammered Pakistan wishes to talk to India but cannot give up threatening her with nuclear war still. As they say, 'Old habits die hard.'
65. যে প্রদেশের ভক্তেরা ঠাকুরকে নিয়ে এমন ন্যাকামি করে, সেখানকার যুবসমাজ সামরিক বাহিনীতে বহুল যোগদান করবে, এমন আশা করা অবাস্তব |
66. আগে পৌরুষ, পরে ভক্তি | বীর্যহীনের আবার ভক্তি কি ?
67. এবার ঠিক করেছি আমার প্রতিবেদনে কারো মন্তব্যের আর কেনো উত্তর দেব না | বিরক্তিকর লাগে এলোমেলো মন্তব্যের উত্তর দিতে | খুব কম লোকই গভীরে কোনো লেখার অর্থ অনুধাবন করতে সক্ষম, এই তো অভিজ্ঞতা | অতএব, অজ্রস্রধারে লিখে যাব কিন্তু কোনো মন্তব্যে নিজেকে জড়াবো না | যার যা খুশি লিখুক |
68. দুর্বলতাকে, ইন্দ্রিয়পরায়ণতাকে, কাপুরুষতাকে, বিষয়বাসনাকে ভক্তি বলে চালালে চলবে না | তা ভোগের নামান্তর |
69. "You may not believe in the vengeance of God but you will have to believe in the vengeance of history. And it is coming. What are these handful of Englishmen? Look at the Chinese, millions of them. The Chinaman is the vengeance of history. Once more there shall be an invasion of the Huns. They will sweep all over Europe. Men, women, children---all will go. Once more the Dark Ages will come. What if you Englishmen are thrown all into the North Sea? And you richly deserve that. And it shall not be a millennium till it is done." Then dropping the seer, he said, "Myself, I don't care." ~ Marie Louise Burke (New Discoveries) [For exact quotation verification needed. Quoted from memory.]
70.
ভগবানকে মানা সহজ নয় |
সব কথা তার মানতে হয় |
সেইমত তায় চলতে হয় |
রিপুর ওপর জয়লাভ
তবেই হবে, হবে নির্ভয় |
মুখের কথায় হয় না রে ভাই,
যুদ্ধ এ যে, পেতে জয়
লড়তে হয়, লড়তে হয় ||
71. I will not take money away from this world but shall fly with my mind from this encasement in flesh and form. My wealth is my mind.
72. Pakistan was but a fraction of erstwhile India. Hence, there can to be no equivalence between the two.
73. স্বামীজীর ভাষা বীর্যবান | যেমন ভাব, তেমনি ভাষা | স্বামীজী কথ্যভাষাকে সাহিত্যে রূপান্তরীত করেছিলেন ও তাকেই সাহিত্যোপযুক্ত মনে করতেন | My personal ideal of language is that of my Master, the colloquial style, এইমত মন্তব্য করেছিলেন স্বামীজী | কিন্তু ভাষার দুর্বলতা পছন্দ করতেন না তিনি | ক্রিয়াপদের বাহুল্য ভাষাকে দুর্বল করে বলে মনে করতেন, এবং যথার্থই তা | তার পরিবর্তে বিশেষণের প্রয়োগ ভাষাকে বলিষ্ঠ করে | সেইমত নিজে রচনা করে বাংলা ভাষাকে পৌরুষসম্পন্ন করেছিলেন তিনি এবং সেই ছাঁচে চেলাদের লিখতে বলেছিলেন | সর্ববিষয়ে এই পৌরুষ, বীরভাবের বিকাশ চেয়েছিলেন স্বামীজী | মূর্তমহেশ্বর ছিলেন কিনা !
74. স্বামীজীর চেলা হয়ে দুরাচারের বিরুদ্ধে, হিন্দুনির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা না থাকার অর্থ হল চারিত্রিক দুর্বলতা, আপসপ্রিয়তা যা স্বামীজীর মোটেই অনুমোদিত ছিল না |
75. Your contribution to the nation matters. Work incessantly for the motherland. Strengthen her, empower her, raise her to see her enthroned as the spiritual preceptor of the whole world.
76. আমি সেই দিনের দিকে তাকিয়ে যেদিন সারা ভারতীয় উপমহাদেশে প্রত্যেকটি ব্যক্তি সনাতন ধর্মে প্রত্যাবর্তন করেছে সানন্দে |
77. দেশ রসাতলে গেল, এদিকে বিল্ডিং বানিয়ে আনন্দ |
78. আমরা দেবস্বভাব | আমরা দমব কেন ? মনের বল হারাব কেন ? মহা উৎসাহে বাঁচব | স্বামীজী সেনাপতি | আমরা পদাতিক | তাঁর নেতৃত্বে চলব সমরাঙ্গনে | বিজয় নিশ্চিত |
79. আমাদের একে অপরের সাথে মধুর ব্যবহার করা উচিত | এতে সমাজে সংহতি রক্ষা হয় | অহেতুক উত্তেজনা প্রদর্শন দুর্বল মানসিকতার লক্ষণ | ধ্যানের দ্বারা নিজের মনকে শান্ত রাখলে, সেই শান্ত ভাব আর পাঁচ জনের মধ্যে সংক্রমিত হবে জীবনব্যবহারের দ্বারা | এতে সমাজের কল্যাণ |
80. আমাদের মেয়েদের রক্ষার ভার আমাদের | তাদের শিক্ষিতা করে তোলা যেমন আবশ্যক আধুনিক অপরা বিদ্যায়, তেমনি পরা বিদ্যায়ও যাতে তারা পারঙ্গম হতে পারে, সে দিকে দৃষ্টি রাখা দরকার | একদিকে শিক্ষা যেমন শক্তি, বিশেষতঃ ব্যবহারিক জীবনে, তেমনি দেশীয় সংস্কৃতি, আধ্যাত্মিক ভাব, সংস্কার, এর দ্বারা চরিত্রের সৌকুমার্য প্রস্ফুটিত হয় |
স্বামীজী মেয়েদের সামনে সীতা, সাবিত্রী, দময়ন্তীর আদর্শ তুলে ধরেছেন | এই আদর্শ সেভাবে পালিত হচ্ছে না | ফলে মহিয়সী নারীর সংখ্যা কমে যাচ্ছে |
সনাতন সংস্কৃতির সঙ্গে আধুনিক শিক্ষার দুরূহ মেলবন্ধন সাধিত করতে হবে | অসম্ভব নয় | আধ্যাত্মিক আদর্শের ভিত্তিভূমির ওপর দাঁড়িয়ে জাগতিক জ্ঞানলাভ, প্রয়োগ ও জীবনযাপন অবশ্যই সম্ভব | তাই করতে হবে |
দেশের মেয়েরা আমাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ কারণ এরাই জাতির ভবিষ্যৎ জননী | এদের যত্ন, লালন পালন সর্বোপরি | তাই করব আমরা |
81. Ultimately it is the individual that runs the collective show, the man of strong will, the man of might, the man of unbending resolve.
82. Work, work and work. And out of that is forged a will irresistible that can conquer the world.
83. অনাসক্তিই আনন্দ |
84. দুদিনের জীবনে একদিন জীবনগঠন, আর একদিন সেবা |
85. ক'জনের সাথেই বা দেখা হল | বেশিরভাগই রয়ে গেল অপরিচিতের তালিকায় | কিন্তু প্রাণে প্রাণে একাত্মতা অনুভব দেহবুদ্ধি ছাড়িয়ে |
86. The second Sarsanghachālak of the RSS, Guru Golwalkarji, was the initiated disciple of Swami Akhandanandaji, the direct disciple of Sri Ramakrishna. Guruji was thus the grand-disciple of Thakur.
87. With so much war going on, the environment is being polluted beyond measure. When will we combat instead the looming environmental disaster?
88. মানুষ যত মানুষকে যন্ত্রণা দেয়, তত যন্ত্রণা প্রকৃতি আজ আর দেয় না সম্ভবতঃ | মানুষকে যন্ত্রণা দেবেন না | এইটি নিবেদন |
89. যত বিপর্যয় আসুক, আশাহত হবেন না | মেঘ কাটবে | আবার ঝলমলে দিনের মুখ দেখবেন | দুর্দিন ঘুঁচবে |
90. জগতরূপী সমস্যা | সমাধান সমাধিতে |
91. Sacrifice of selfishness is better than sacrifice of dumb animals. God can never be pleased by violence to His creatures.
92. Every sacrificed animal is God Himself in disguise. Sacrificing it means sacrificing God Himself. What merit may accrue from it?
93. কর্মফল তো আছেই | তাই কর্ম সাবধানে করাই ভাল |
94. Smartness is the key to national efficiency.
95. Keep your morale high. Never give in. Fight like a soldier who has pledged his loyalty to the country and shall never budge, come what may, life or death.
96. That martial spirit is missing which would make Bengal great again.
97. Arab culture has overshadowed Sanatan culture in large sections of the Indian subcontinent. These regions must be freed of such foreign influence and brought back to their cultural roots in the Vedas.
98. ভগবানে ভক্তি থাকলে কি আর নাচগান, দানভিক্ষা---এই নিয়ে ব্যস্ত থাকে মানুষ ? বলি, টাকায় আছে কি ? কোন যাদু আছে তাতে যে জপধ্যানতপস্যা ছেড়ে এই অবিদ্যামায়ার পেছনে ধাবিত ভগবৎভক্ত সাধু ? 'টাকা মাটি, মাটি টাকা'---ভগবানের এই বাণী বুঝিবা আজ ব্রাত্য |
99. এনন স্বামীজী থাকতে স্বামীজীর প্রচার নেই ?
100. বাবা, সব নৌকোয় পা দিয়ে কি চলা যায় ? 'ঝালে, ঝোলে, অম্বলে' থাকা এক আর সব নৌকোয় পা দিয়ে থাকা আর এক |
101. যে জাতি এই পরিমাণ প্রতিকৃতিপ্রিয়, তার কি উত্থান সহজে হবার ?
102. সবাই বলেন যে ঠাকুর ইসলাম ও খ্রীষ্টধর্ম গ্রহণ করেছিলেন | কিন্তু কেউ বলেন না যে তিনি এই দুই ধর্মই কার্যতঃ পরিত্যাগ করেছিলেন সাধনশেষে কারণ তিনি পুনরায় সনাতন ধর্মের বৈদিক, তান্ত্রিক এবং পৌরানিক পন্থাগুলোর সিদ্ধান্ত ও পূজাপদ্ধতিসকল মেনেছিলেন এবং পালন করেছিলেন যা কিনা ইসলাম ও খ্রীষ্টধর্মে নিষিদ্ধ |
No comments:
Post a Comment