Saturday, 31 May 2025

POESY : সংঘ যখন ভাবে মনে


সংঘ যখন ভাবে মনে

☆☆☆☆☆☆☆☆☆☆


সংঘ যখন ভাবে মনে, 

"আমি হয়েছি শক্তিমান,"

সংঘ তখন হয়েছে দুর্বল |


অর্থে নহে শক্তি,

শক্তি আদর্শে,

তাহাতেই বল |

আদি বাণী ভুললে চলে ?

ওরে, আদিতেই চল |


জগতজুড়ে পেতেছে ফাঁদ,

ভুবনমোহন কল |

তোরা সেই ফাঁদে 

শেষে পড়লি নাকি ?

সত্যি করে বল |


এখনও আছে সময় ফেরার

দখিনমুখো চল |

ওই পরমহংসের ঘরটি জুড়ে

পরমাশ্রয় স্থল |

তোরা সেই দিশাতেই চল |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment