Friday, 9 May 2025

বাঙালী, জাগো !

বাঙালী, জাগো !

●●●●●●●●●●●●


রন্ধ্রে রন্ধ্রে ভোগ ঢুকে সর্বনাশ হয়েছে বাঙালী জাতির | এর নিরসন প্রয়োজন | উপায় সামরিক শিক্ষা | ছেলেমেয়েদের বীর্যবান হতে অনুপ্রাণিত করুন | যেদিন দেখব ঘরে ঘরে সামরিক বাহিনীতে যোগ দিচ্ছে বঙ্গসন্তান, সেদিন জানব দেশের সুদিন আগত | 


নৃত্যগীতকাব্য অনেক হল | এবার মরণের পালা | 'বীরভোগ্যা বসুন্ধরা' | শুধু ছড়া কেটে জাতি গঠন হয় না | কোথায় বাঙালীর খালসা ? এত যুগ দাসত্ব করেও কি চৈতন্য হয় না ? সেই ইন্দ্রিয়পরায়ণতা ? এর কি শেষ নেই ? তাহলে জাতি নিশ্চিহ্ন হবে, নিশ্চিত জেনো | 


পতনোন্মুখ বৌদ্ধ যুগে বামাচারের প্রাবল্য আজও বিদ্যমান বঙ্গে | তাই নানা বর্ণে বিকশিত কৃষ্টিসংস্কৃতিরূপে | কিন্তু শৌর্যবীর্য কই ? শক্তির বহির্ব্যয়ে আন্তরিক সংরক্ষণ ব্যাহত | তাই জাতি শক্তিহীন, পৌরুষবিবর্জিত, ক্রমশঃ বিলুপ্তির পথে |


বাঙালীর বুদ্ধি আছে, হৃদয় আছে, নেই শুধু পেশীর বল | তাই সহজেই ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে পড়ে | নাচে গায় সহজে, যেন এই নর্তনগায়নকর্মই তার জাতিগত বৈশিষ্ট, ঐশী উপহার তার প্রতি | 


আজ ঘোর সংকট ভারতের | এখন কি দেবে বাংলা দেশকে ? আরও নাচ, আরও গান, আরও কবিতা, আরও চিত্রশিল্প মাত্র ? কোথায় গেল জগদীশ বসু, সত্যেন বসু, মেঘনাদ সাহা, প্রশান্তচন্দ্র মহালানবীশের দল ? জাগুক বাংলা বিজ্ঞানে, বাণিজ্যে, সামরিক শৌর্যে আবার | 


এমন মস্তিষ্ক জগতে বিরল যা বাংলার ঘরে ঘরে | কিন্তু তাতে ঘুণ ধরেছে দুর্বল ভোগের | জাতি মরণোন্মুখ | উদ্ধার চাই | ত্যাগে মুক্তি | তাই বিবেকানন্দ ও প্রণবানন্দ, এই দুই মহান আচার্য উভয়েই মহা বীর্যের প্রকাশ দেখতে চেয়েছিলেন বাঙালীর মধ্যে | বুদ্ধি-হৃদয়-আত্মশক্তি, এই ত্রয়ীসংযোগে মহা অভ্যুত্থান হোক বঙ্গজাতির | দেশ সমৃদ্ধ হোক |


রচয়িতা সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment