মদমত্ত যিনি
মদমত্ত যিনি
-------------
সঙএর মত সাজে,
বক্তৃতা দেয় বাজে,
নাটক করে খাসা,
মুর্খমনের আশা,
বুঝি করবে নদি পার,
দুর্দশা রবে না আর |
এই তো দেশের নেতা,
শুধু ভোটবাবাজী জেতা,
বিত্তবানের পতি,
উল্টোপথে গতি,
প্রতিশ্রুতি ঢের,
ভেড়ার পালে শের |
বানিজ্যে যার মতি,
টানে সংস্কৃতিতে যতি,
আরশিতে যার প্রাণ,
হাসতে যে যায় জান,
কপট ভাবের চাপে
আপন ছবি ছাপে |
হাম্বা হাম্বা রবে
মুখর করে সবে,
গণতন্ত্রের রাজা,
বাকবাহাদুর তাজা,
তাকে সবাই করে স্তুতি,
ও সে দেশের প্রতিশ্রুতি !
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment