Friday 8 March 2024

জাগো, হিন্দু, জাগো ! ... ১


জাগো, হিন্দু, জাগো ! ... ১

----------------------------


যে সময় থাকতে নিজের আসন্ন নিধন সম্বন্ধে সচেতন হয়ে আত্মরক্ষাকল্পে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে না, তার নিধন সুনিশ্চিতভাবে কালে সম্পন্ন হয় | ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে হিন্দুর ভৌগলিক অধিকার ও জনসংখ্যাগত প্রাচুর্য বিগত ১৩০০ বর্ষ ধরে ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে | সে ধারা আজও অব্যাহত | এর কারণ হিন্দুর অনৈক্য, বিশ্বজনীনতাহেতু শত্রুবোধের অভাব ও ধর্মসম্প্রসারণে নিশ্চেষ্টতা | সহস্রাধিক বর্ষের দুর্বৃত্ত কর্তৃক অত্যাচারে হিন্দু তার আত্মবোধ অনেকাংশেই খুইয়েছে ও মরুসংস্কৃতির দ্বারা বলপূর্বক আক্রান্ত হয়ে আজও নিজ মর্যাদায় প্রতিষ্ঠিত হতে পারে নি | হিন্দু নিজের ইতিহাস জানে না | কী ভয়ঙ্কর অত্যাতার তার পূর্বপুরুষদের সহ্য করতে হয়েছে, সে সংবাদ তার কানে আসেনি আর এলেও সে তাকে অপ্রয়োজনীয় তথ্যরূপে বর্জন করেছে | ইতিহাসবিস্মৃত জাতি তাই বারংবার বিধর্মী দুর্বৃত্তের তরাবারির ঘায়ে স্বীয় মস্তক দান করেছে, নিজ ভার্যা, কন্যা, ভগিনী ও জননীর শ্লীলতা রক্ষা করতে অসমর্থ হয়েছে ও পরিশেষে দেশবিভাগরূপ প্রলয়ঙ্কর অঘটনের শিকার হয়েছে | তাও হিন্দু জাগে না | অতএব উপায় ?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment