টিকিটের মূল্যবোধ
টিকিটের মূল্যবোধ
--------------------
কে বলে রাজনীতিতে মূল্যবোধ নেই ? প্রত্যেকটি প্রার্থী টিকিট কেটেই তো নির্বাচনযানে চাপছেন | একজনকেও দেখেছেন কি w/t (without ticket) যেতে? টিকিট কাটার জন্য রীতিমত কাড়াকাড়ি ! কেউ টিকিট কাটবেন না, এমন নয় | ও কথা তো তাঁরা ভাবতেই পারেন না, করা তো দূরের কথা | এক যানে টিকিট না পেলে নাহয় যান বদল করবেন | কিন্তু টিকিট ছাড়া যাত্রা ? অসম্ভব ! না, না, এত নীচে নামতেই পারেন না তাঁরা | যে করে হোক, টিকিট চাই |
এত সব দেখেও বলছেন কিনা রাজনীতিতে মূল্যবোধের অভাব ? মশাই, ডাক্তার দেখান | মাথাটা গেছে | আর ভাবুন তো পাশাপাশি---বাসে, ট্রামে, ট্রেনে কতজন লোক প্রতিদিন টিকিট ছাড়াই যাতায়াত করে ? এই রাজনীতিবিদদের কাছ থেকে তাদের সকলের টিকিট কাটার মহান শিক্ষাটি নেওয়া চাই | কি বলেন ?
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment