Tuesday, 5 March 2024

আর তৈলমর্দন নয়

আর তৈলমর্দন নয়

--------------------


গণতন্ত্রে এহেন অসম ব্যক্তিপূজা অভিপ্রেত নয় | দিবারাত্র শীর্ষনেতানেত্রীকে তৈলমর্দন করার অভিপ্রায়ে যে কোনো কথার শুরুতেই তাঁদের নাম জপ করা রাজতন্ত্র ও সামন্ততন্ত্রেরই শামিল | এই ব্যক্তিপূজা জনহিতকর নয় কারণ তা মানুষকে নেতানেত্রীর প্রতি মোহান্ধ করার দুষ্ট প্রক্রিয়া ও প্রচার | আবরণী মায়া অবলম্বন করে পরিস্থিতির সত্যতা থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে শীর্ষনেতানেত্রীর প্রতি অবাস্তব বিশ্বাস স্থাপনের এই যে নিরন্তর প্রয়াস তা মানুষকে নিজের তথা সমাজ ও দেশের সঠিক চিত্রটি বুঝতে দেয় না | ফলে দুর্বৃত্তের শাসনের শিকার হতে হয় তাকে বারংবার | এর হাত থেকে নিস্তার একমাত্র বিষয়ভিত্তিক কথোপকথন, অনুষ্ঠিত নীতির পর্যালোচনা ও প্রকল্পসমূহের সম্ভাব্য ও ঘটিত ফলাফলের বিচারবিশ্লেষণ | 


শীর্ষনেতা অথবা নেত্রী আর পাঁচটা নাগরিকের ন্যায় সামান্য মানুষমাত্র | তাঁদের কল্পনালোকের গগনে স্থাপন করা অনভিপ্রেত | এই স্তাবকতার ফলে তাঁরা হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে পড়েন কালে যার বিষময় ফল দেশের সর্বনাশ সাধন করে | অতএব, নিজজীবনে ও জনজীবনে ব্যক্তিপূজার প্রাবল্য পরিহার করুন | আপনাদের ব্যষ্টিপ্রয়াসের দ্বারা সমষ্টির এই সমস্যা দূর হবে ও রাজ্যে তথা দেশে যথার্থ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে সর্বকল্যাণ সাধন করবে | গণতন্ত্রের নামে একপ্রকার রাজতন্ত্রই চলেছে এযাবৎ | তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে যথাযথ গণতন্ত্র প্রতিষ্ঠা করুন | বন্দেমাতরম্ ! 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment