Friday 1 March 2024

এ কোন মন্বন্তর ?

এ কোন মন্বন্তর ? 

°°°°°°°°°°°°°°°°°


দেশে কি যোগ্য মানুষ নেই যাঁরা রাজনৈতিক নেতৃত্ব দিতে পারেন ? এ কোন আকাল পড়ল দেশে, রাজ্যে যে এমন সব নেতানেতৃ যাঁদের প্রতি শ্রদ্ধা তো দূরের কথা, সামান্য সম্মানবোধটুকু পর্যন্ত অনায়াসে আসে না ? সব ব্যস্ত অর্থের লোভ দেখিয়ে ভোট কিনতে | বলে 'লাভার্থী' প্রকল্প | অর্থ অবশ্যই আছে কিন্তু লাভ নেই | কারণ তৃতীয় রিপুকে, অর্থাৎ লোভকে, প্রশ্রয় দিলে তা জনতার চরিত্র হনন করে যা দেশের পক্ষে কল্যাণকর নয় | বরং জিনিসপত্র যদি সুলভমূল্যে প্রাপ্ত হয় তো দেশবাসীর লাভ | নাটুকে বক্তৃতা দিয়ে, মিথ্যা সম্ভাষণ করে একে অপরের ওপর রাজনৈতিক বিফলতা ঢাকার প্রয়াস করলে রাজ্যের তথা দেশের কল্যাণ হয়না | যদি শীর্ষস্থানীয় নেতানেতৃরাই নীচ মনোভাবাপন্ন হন, হৃতচৈতন্য বিনষ্টচরিত্র হন, তো সামান্য মানুষের কি হাল হবে ? এই প্রতারণার প্রভাবে দেশ কোন দিকে চলেছে ? ভাববার বিষয় |জনতা, জাগো !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment