Monday, 11 March 2024

MESSAGES GALORE ... 63


MESSAGES GALORE ... 63


1. No amount of prayer is of any avail unless attended by absolute purity, abstinence from monetary contamination and perfect sincerity.


2. ধর্মপালনের দ্বারাই সর্বজাতি শিখরে ওঠে সর্বত্র | অধর্মের দ্বারা তা অসম্ভব |🕉


3. 'CAA'কে 'ক্যা' বলে ভেঙ্গিয়ে কি বাংলা তথা বাঙালীর সাংস্কৃতিক মানোন্নয়ন করা হচ্ছে ?


4. ঠাকুর বলেছিলেন মানুষের দুটি জিনিস থাকা উচিত, 'মান আর হুঁশ' | বর্তমান বাংলায় কজনের এই দুটি বস্তু বজায় আছে ?


5. Public morality going down day by day. Top institutions must have absolute autonomy. The courts alone can ensure this.


6. A civilisation is coming to terms with its 1000 year alien ordeal, never quite indigenised and ever threatening to rupture it.


7. Falling in love is depth-attachment to the beloved whereas loving generally is surface sympathy with all devoid of any concentrated content of emotion lasting long.


8. GDP বাড়ছে, ভাল কথা | জনসংখ্যাও বাড়ছে | মাথাপিছু GDPতে কত নম্বরে আমরা ? সে হিসেব তো সরকার দেন না ? বিকশিত হব কি করে তাহলে ?


9. 


'আপনারে বড় বলে, বড়ে সেই নয় |


লোকে যারে বড় বলে, বড় সেই হয় |' 


বাল্যকালের এই শিক্ষা কি তাহলে ভুল ?

~'Modi ki guarantee?'~


10. 


পুলুশবাবা কি সব মন্ত্রীর দাস ?


কথা না শুনলেই খাবে ঠাস, ঠাস, ঠাস ?


11. অনেক রথী মহারথীর পতন হবে এবার | হীরক হার্বারে কি হবে ?


12. 


কে রে তুই, বহিরাগত,


বাংলায় উঁকি মারিস ?


জানিস, আমরা 'জয় বাংলা' দেশ,


তুই বাংলা বলতে পারিস ?


13. "যত সব অর্ধশিক্ষিকের দল, quarter-শিক্ষিতের দল, one-eighth-শিক্ষিতের দল ! জানে না আমি নাটক করতাম !"

ইতি,

জুজু |


14. যাঁরা নিজের নাম করেন বক্তৃতায়, জাহির করান বিজ্ঞাপনে আর কথোপকথনের আগে পিছে মাঝে জপ করিয়ে নেন তোষামুদে দলদাসদের দিয়ে, যাঁরা অনিত্য সংসারসাগরে ভাসমান ক্ষণভঙ্গুর জীবনমাঝে মদমত্ত, মোহন্মত্ত হয়ে আপন মহিমা প্রচারে পঞ্চমুখ, এহেন দৃষ্টান্ত তো আজ দিবালোকের ন্যায় ভাস্বর অমানিশার পূর্বঘটিকায় |


15. Per capita income rising no doubt but this includes the inordinate wealth-accumulation by the super-rich which must be considered.


16. Rise in per capita income versus rise in the cost of living index will give a truer picture of the economic state of the polity.


17. 


বিজ্ঞাপনে এক নম্বর,


নিজ নামজপেতে তুঙ্গে,


প্রান্তবেলায় সূর্যসম,


শত্রুনাশে ভুজঙ্গে |



কত রঙ্গ দেখালি মা,


কত হাতে দিলি তালি ?


কত লোককে পটালি বাপ,


তুই কোথাকার বনমালী ?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


18. If you are spiritual, nobody will get to know about it. If people get to know it, you aren't spiritual but are a publicity-master.


19. After all the brain drain India will have a massive residue of gadhas.


20.


Eat at night and sleep off the day.


This, I've heard, is the Ramzan way.


21. কাশ্মীরকে দেখে চিনে নাও বাংলার ভবিষ্যৎ !


22. 


আমার postএ লেখা নামকরণ নিয়ে


প্রশ্ন করেন ভদ্রে, 


" 'জয় বাংলা' দেশ কি জিনিস ?"


সপাট জবাব দিলাম,


"ওই যে বন্দোবস্ত করছেন


যাতে বাংলা হয় পুরো finish. 


শেষে লোকে জিজ্ঞাসা করবে, 


"তুই কোনো বাঙালী হিন্দু চিনিস ?"


23. পতনোন্মুখ বাংলা |


24. Despite the advent of Ramakrishna-Vivekananda large parts of undivided and now partitioned India have got Islamised. Alarming!


25. Hindu-Muslim unity formula: Read 'The Gospel of Sri Ramakrishna' ('Sri Sri Ramakrishna Kathamrita') five times a day.


26. সারা বাংলা জুড়ে কত রক্ত ঝরেছে, ঝরছে, তার কে খবর রাখে ? শুধু নীল রক্তেরই দাম, লালের নয় ?


27. যত অল্পে থাকা যায় সুন্দরভাবে, তত আধ্যাত্মিকভাবে সম্পন্ন |


28. শব্দই ব্রহ্ম, আবার শব্দই মায়া | 🕉


29. রামকৃষ্ণের কথা ভাবতে ভাবতে রামকৃষ্ণ হয়ে গেল |


30. সংসারদোষ কাটলে ঈশ্বরবোধ হয় |


31. যতক্ষণ অনাত্মপ্রেম, ততক্ষণ ঈশ্বরপ্রেম কোথায় ?


32. গালাগালি দিয়ে যা বোঝানো যায়, মিস্টি কথায়, শিষ্টাচারে তা বোঝানো যায় কি ? যদি যেত তাহলে গালাগালি আর থাকত কি ? সবেরই প্রয়োজন, ভায়া |


33. 


'মোদি' মন্ত্র জপ করো,


নইলে গতি নাই |


বাকিরা সব ভগ্নাবশেষ,


এখন মোদিবাবুই ঠাঁই |


34. কথামৃত পর্যন্ত যদি না পড়েন, তো হিন্দুত্বে প্রতিষ্ঠিত হবেন কেমন করে ? স্বামীজীর বাণীই তো যথার্থ হিন্দুত্বে ভিত্তিভূমি | তা না পড়লে হিন্দুত্ব দাঁড়ায় কোথা ?


35. হৃদয়ের সম্প্রসারণই ধর্ম |


36. হিন্দুত্বের প্রথম শর্ত রামকৃষ্ণ-বিবেকানন্দ বোধ |


37. হিন্দুত্বের দ্বিতীয় শর্ত ত্যাগ ও সেবা |


38. হিন্দুত্বের তৃতীয় শর্ত সত্যভাষণ ও সত্যরক্ষা | সত্যনিষ্ঠাই হিন্দুত্ব |


39. হিন্দুত্বের চতুর্থ শর্ত পরঘৃণাবোধ নয়, আত্মগৌরববোধ |


40. বুদ্ধদেব ভট্টাচার্য একজন ভদ্র মুখ্যমন্ত্রী ছিলেন |


41. হিন্দুত্বের পঞ্চম শর্ত চারিত্রিক সততা ও নীতিপরায়ণতা |


42. হিন্দুত্বের ষষ্ঠ শর্ত সাহসিকতা |


43. হিন্দুত্বের সপ্তম শর্ত ইতিহাস সচেতনতা |


44. হিন্দুত্বের অষ্টম শর্ত সনাতম ধর্মের প্রতি একনিষ্ঠ আনুগত্য |


45. হিন্দুত্বের নবম শর্ত স্বাদেশিকতা |


46. হিন্দুত্বের দশম শর্ত ঐক্যবদ্ধ হওয়া |


47. হিন্দুত্বের একাদশ শর্ত আত্মরক্ষায় সমর্থ হওয়া |


48. হিন্দুত্বের দ্বাদশ শর্ত বিশ্বজনীনতা ও সর্বপ্রকার সংকীর্ণতা পরিহার |


49. হিন্দুত্বের ত্রয়োদশ শর্ত ঈশ্বরপরায়ণতা ও শাস্ত্র ও মহাপুরুষে শ্রদ্ধা |


50. হিন্দুত্বের চতুর্দশ শর্ত শরীর, মন ও আত্মার সমভাবে চর্চা শক্তিলাভের উদ্দেশ্যে |


51. পুরুষের পৌরুষ ধর্ম, নারীর নারীত্ব---হিন্দুত্বের পঞ্চদশ শর্ত |


52. Truth triumphs but by individual effort while the collective watches the fun or passively stands apart in a debating duel between two.


53. Bother not if critics try to drag you down when you do good to the country. Work on.


54. Leaders must live simpler lives and dress like ordinary citizens and not like dandies.


55. India racing, Bengal limping.


56. Who is the greatest political leader in India now?


57. এখন ভারতবর্ষের সবচেয়ে বড় রাজনৈতিক নেতা বা নেত্রী কে ?


58. No answer. সব নির্বাক, নিশ্চুপ | কেউ উত্তর দেবে না | কেন দেব ভাই ? যদি ধরা পরে যাই ?


59. India has been Modified.


60. Break free of the fetters imposed by regionalism and affirm a firm nationalism. Vande Mataram!


61. Bengal needs to modify fast. What's your take on it?


62. Communal politics is played most by the most vociferous critics of communalism.


63. এত অসভ্য কিছু কিছু মানুষ ! এত বাজে ভাবে কথা বলেন যে ব্লক করা ছাড়া আর উপায় থাকে না | যেন একটা মাতব্বরি করে দিলেই হল |


64. Perfection is to be reached as the ultimate spiritual goal and perfection is to be attempted in every endeavour of life.


65. Shree Ramchandra used to speak the truth. So did Sri Ramakrishna. Let our leaders who take their names follow suit.


66. মন্দিরের উদ্বোধন ভাল | মানুষের চৈতন্যের উদ্বোধন আরও ভাল | কিন্তু করে কে ?


67. পুণ্যভূমি ধনতন্ত্রের প্রভাবে যেন পণ্যভূমিতে পরিণত না হয় | কিন্তু দুর্ভাগ্যবশতঃ ঠিক তাই হচ্ছে |


68. দেশে বিকাশ হচ্ছে কিন্তু কার? চরিত্রের, চৈতন্যের বিকাশও কি হচ্ছে বস্তুতান্ত্রিক আপাতবিকাশের সাথে সাথে? মানুষ কি ইঁট না কাঠ না পাথর?


69. সংস্কৃতিহীন হয়ে পড়ছি আমরা প্রতিদিন | শুধু আত্মম্ভরিতা, কপটতা, সুযোগসন্ধান, নিম্ন বৈশ্যবৃত্তি, ক্ষমতালীপ্সা, আত্মপ্রচার ও মুর্খতা দিন দিন বাড়ছে | মহাপুরুষের কথা, অবতারপুরুষের কথা, শাস্ত্রবাক্য---এর কোনোটাই আজ ক্ষমতাশীল ব্যক্তি, বিদ্যৎজ্জন মানছেন না | সাধারণের চিত্তে এর বিষময় প্রভাব পড়ছে | ফলে দেশ দ্রুত সাংস্কৃতিক অবনমনের পথে নিম্নমার্গে ধাবিত হচ্ছে | শিক্ষার মান নেমেই চলেছে যতই কেতাদুরস্ত পাঠ্যক্রম হোক না কেন | বর্তমান দুই প্রজন্ম অন্তত অন্তঃসারশূণ্য বুদ্বুদসম ফেনিল তরল পদার্থে পরিণত হয়েছে অথচ তাদের গলার জোর শুনলে মনে হবে এই বুঝি কি সত্যটাই না বলবে | আগামী প্রজন্ম কি শিখবে এদের কাছে ? বিকশিত ভারতই বটে আমরা হয়ে চলেছি, হতে চলেছি, কেবল উল্টো পথে |


70. মান পাওয়ার জন্য ভান ভাল নয় |


71. অপরের চোখে নিজেকে প্রতিষ্ঠা করে কি হবে ? মহাপ্রভু তো বলেছেন, "যশ প্রতিষ্ঠা শূকরী বিষ্ঠা |"


72. ঠাকুরকে পেলাম তো জীবন ধন্য হল, পেলাম না তো জীবন বৃথা গেল |


73. কথামৃতই সার, কথামৃতময় হলেই ভক্তি, মুক্তি সব |


74. নেতাজী নিঃস্বার্থ ছিলেন | তাঁর পদাঙ্ক অনুসরণ কি আজ দেশে একজন রাজনেতানেত্রীও করছেন ? কই, দেখছি না তো ?


75. তথাকথিত নামী লোকদের মাথায় তুলবেন না | এঁদের মত অহঙ্কারী দ্বিতীয় হয় না | নিজের সম্মান রক্ষা করুন | নামী লোকদের পায়ের তলায় লুটিয়ে পড়ে আত্মমর্যাদা খর্ব করবেন না | এঁদের বেশি আমল না দিলেই এঁরা সঠিক পরিমাপে বজায় থাকবেন | আপনাদের দাসসুলভ স্তাবকতায় এঁরা পরিপুষ্ট | স্তাবকতা ছাড়ুন | এঁদের পরিশ্রম করতে দিন নিজের প্রতিষ্ঠা যথাযথভাবে অর্জন করার জন্য ও ভদ্রভাবে সৌজন্যশীলতার দ্বারা বজায় রাখার জন্য | তখন বাবাজীবনরা সাধারণ মানুষকে পুনঃ সম্মান করতে শিখবেন | নিজেকে সগৌরবে মর্যাদাসম্পন্ন ভাবতে শিখুন | তখন দেখবেন এই সব আত্মশ্লাঘায় ভরপুর নামী লোকগুলো আপনারই পেছনে ছুটছেন | কিন্তু খবরদার ! নাম হলেই বদলে যাবেন না | মনুষ্যত্ব বজায় রাখবেন | ওঁদের সাধারণ সম্মানটুকু অবশ্যই দেবেন তখন, তার বেশী নয় | আর নিজেকে নতুন পরিচয়ে পেয়ে ওই নামী লোকদের বিশেষ অহঙ্কারে নিজেকে ভূষিত করবেন না | আত্মস্থ থাকুন, আত্মম্ভরী নয় | আদর্শ হল মানুষকে শ্রদ্ধা করা, ভালবাসা আত্মরূপজ্ঞানে | 🕉 


76. Is it the 'ticolour' or the 'tricolour' ? Then, is it 'tirangaa' (तिरंगा) or 'trirang' (त्रिरंग) ?


77. শিক্ষিত মানুষ যে কি করে রাজনেতার স্তাবকে পরিণত হন, তা দুর্বোদ্ধ ঠেকছে | বোধ হয় প্রচারের চাপে আর চরিত্রের অগভীরতাহেতু মনের সাংস্কৃতিক প্রতিরোধক্ষমতা এক সময়ে ভেঙে পড়ে আর জন্ম হয় সেখানে স্তাবকের | এই হল সাধারণের অবস্থা যাঁরা প্রচার মাধ্যমের শিকার | আর যাঁরা পদ পাওয়ার আশায়, সুবিধা পাওয়ার উদ্দেশ্যে কেবলই নেতার নাম জপ করেন, তাঁরা তো চরিত্রহীনতার এক ভিন্ন থাক ! আর নেতারও বলিহারি ! কি ভালই লাগে বাক্যের আগে পরে নিজের নাম শুনতে !


78. ঠাকুরের মহাবাক্য 'টাকা মাটি, মাটি টাকা' আজ কি জোর গলায় বারংবার ঘোষণা করতে পারেন ঠাকুরের অনুগামীরা এই দেশজোড়া ধনতন্ত্রের কুৎসিত প্রচারের মধ্যে দাঁড়িয়ে যেখানে কার কত টাকা আছে বা কে কত টাকা কি ভাবে উপার্জন করলেন এই প্রচার কদর্যতাপ্রাপ্ত হয়েছে একপ্রকার ?


79. বিজ্ঞাপনের মান এত নেমে গেছে যে তা বিরক্তির উদ্রেক করে বেশি, মনোরঞ্জন করে কম | ফলে তার উদ্দেশ্যগত সার্থকতাও থাকে না যা তার অভিপ্রেত | সংস্কৃতির সাধারণিকরণের ফলে সংস্কৃতির অবনমন অবধারিতভাবে ঘটেছে |


80. স্বপ্নপুরীতেও ভূপৃষ্ঠে পদযুগল | জয় জননী বসুন্ধরা ! প্রণাম মাতঃ |


81. I am in love with death, death being the grand exit from this terrestrial life, death symbolising the ephemeral nature of things.


82. যে বিদ্যায় ভগবানলাভ হয়, সে বিদ্যাই বিদ্যা |


83. যে দেশে গুণীর মর্যাদা নেই, সে দেশের বিকাশ হবে কি করে ? সে দেশের উন্নতি তো স্তব্ধ | যে দেশে ঘরে বাইরে অপমান, সে দেশের আশার আলোক এক ঈশ্বর | দয়াময় ঠাকুর একমাত্র অবলম্বন |


84. As women work, they become more self-confident. Liberation of women must have education followed by effective employment as its precondition. Suppression of the fairer sex by confining them at home is detrimental to national growth. Swamiji had said, "A one-winged bird cannot fly." Hence, liberation of women must be effected faster than is happening as of now. Let none dictate to them as to the manner of their carving out their destiny. They are free beings with the inherent capacity to determine their fate. After all they are the mothers of all of us, the Mother of Humanity. 


85. When awards are showered on people, know that the traps of fame are also being laid.


86. The PM has more capable men than him under him. If these get duly their chance in governance, India's future is bright.


87. I am my mother's son. Now who knows where that motherhood ends?


88. Each Indian is India provided he identifies with her and lives like a true son of the soil.


89. I see a great surge of woman-power surfacing in India. Here lies hope for our motherland when our daughters rise to their feet.


90. A statement of truth often comes across as arrogance. 'Speak the truth in a pleasant way. Make pleasant even unpleasant truths.'


91. The miserly mind does not allow us to get beyond its limiting thoughts. Consciousness undivided is a different realm altogether.


92. সভ্যতার প্রথম লক্ষণ সহযোগিতার দ্বারা সমাজবন্ধন | এর জন্য চাই সৌজন্যশীল সহিষ্ণু সংযোগ |


93. There is a life in death and a death in life. On which side of the fence we sit determines our fate.


94. If this moment be more wonderful than the previous one, know the next moment to be worse than this. Undulating moves on life.


95. আমি জীবনে অনেক কিছুই করেছি | নিন্দুকে ভাবে কিছুই করিনি বুঝি | যার যেমন ভাব, তাকে দাও ভাবতে সেইমত |


96. আমার লেখা আমার জন্য নয় | তা সাধারণের প্রতিধ্বনি |


97. 


যারে তুমি করো অপমান,


জানো না কি সেও তুমি স্বয়ং?


98. আজ যে তোমরা স্বাধীনতা ভোগ করছ, ভেবে দেখেছ একবারও কাদের ঝরা রক্তে এই মুক্তির আস্বাদন ?


99. A significant portion of the population of urban Northern India has been Modified. That leaves a vast number as yet unModified.


100. বিপর্যয়েও মানুষের চরিত্র পালটায় না | হালকা ভণ্ড হালকা ভণ্ডই থাকে | ভক্ত হওয়াই কত কঠিন, তা গুরু সেজে, যোগী সেজে বসে আছে |

No comments:

Post a Comment