Sunday 25 April 2021

এ দেশ সনাতন ধর্মের দেশ, নাস্তিকের অশ্রদ্ধার ক্রীড়াক্ষেত্র নয়


এ দেশ সনাতন ধর্মের দেশ, নাস্তিকের অশ্রদ্ধার ক্রীড়াক্ষেত্র নয়

--------------------------------------------------------------------------------------


এ দেশে নাস্তিকরা কস্মিনকালেও কোন যথার্থ ভাল কাজ করতে পারবেন না কারণ তাঁরা এ দেশের সহজাত ভগবৎভাবটির প্রতি সহানুভূতিশীল নন, বরং ভারতের সনাতন আধ্যাত্মিক সংস্কৃতির প্রতি বৈরীভাবাপন্ন বলে তাঁরা এক অর্থে দেশের শত্রু | এঁদের সংস্পর্শ হতে দূরে থাকুন ও এঁদের সনাতন ধর্মসম্বন্ধীয় সকল প্রকার অপপ্রচারের বিরোধীতা করুন |


হিন্দুর ধর্মে আঘাত হানেন যে সকল নাস্তিক, তাঁরা জড়বাদী, বস্তুবাদী, ইন্দ্রিয়পরায়ণ, মহামায়ার জালে আবদ্ধ মোহাচ্ছন্ন দূরাচারী বদ্ধজীব | এঁরা আমাদের দেশের প্রকৃত পথটি জানেন না, জানতে চানও না | এঁরা দেশের ভাল কখনই চান না | এঁরা বেদবেদান্ত পড়েও আত্মার অস্তিত্ব সম্বন্ধে সংশয়াপন্ন থাকেন কিন্তু জঘন্য ভোগসর্বস্ব চার্বাক দর্শনে সংশয়মুক্ত শান্তি পেতে যত্নবান হন | এঁদের অপপ্রচার প্রতিপদে প্রতিহত করুন, অব্যর্থরূপে ব্যর্থ করুন | 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment