ঘরের শত্রু বিভীষণ
---------------------------
হিন্দুর আজ বড় সঙ্কট | ঘরের শত্রু বিভীষণে ভরে গেছে | আর, বিশেষতঃ, বাংলার সমাজে পচন ধরেছে | তাই বাঙালীর আজ এই অবস্থা | দুটো পাঠ পড়লেই শিক্ষিত হওয়া যায় না | গভীর আস্তিক্যবুদ্ধি থাকা চাই | জড়বাদ বাঙালীর রন্ধ্রে রন্ধ্রে আজ অনুপ্রবিষ্ট | সাহিত্যিক, কবি, শিল্পী, তথাকথিত বুদ্ধিজীবি -- এঁরা অধিকাংশই মহামায়ার মোহজালে আবদ্ধ | এঁদের সনাতন ধর্মবিরোধী মন্তব্যে কান দেবেন না | এঁরা ইন্দ্রিয়ের দাস -- এই এঁদের যথার্থ পরিচয় | আর এই ধারা আজকের নয় | এ অব্যাহত আছে বাংলার বুকে বহু দশক ধরে, শতাব্দি অতিক্রান্ত | তাই স্বামীজি নিবেদিতাকে ঠাকুর পরিবারের বাংলার বুকে শৃঙ্গাররসের বিষপ্লাবন করা সম্বন্ধে বার বার সাবধান করেছিলেন ও তাঁকে ঐ পরিবারের সদস্যদের সাথে -- যথা রবীন্দ্রনাথ ঠাকুর -- মেলামেশা করতে বারণ করেছিলেন |
তারপরও বহু দশক কেটে গেছে কিন্তু শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও জীবনচর্যায় এক বিরাটসংখ্যক বাঙালী আজও শ্রদ্ধাহীন, ইন্দ্রিয়পরায়ণ, অধার্মিক, নিম্নমানসিকতার পরিচয় রক্ষা করে চলেছেন | এভাবে চললে এ জাতি নিশ্চিহ্ন হয়ে যাবে অচিরেই, তাই আশু প্রতিকার প্রয়োজন | নিজে মানুষ হোন ও অপরকে মানুষ হওয়ার সহায়সম্বল ও অণুপ্রেরণা যোগান |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment