Tuesday 27 April 2021

শিক্ষার আমূল সংস্কার চাই


শিক্ষার আমূল সংস্কার চাই

-------------------------------------------------


শ্রদ্ধাবিবর্জিত শিক্ষা আজ উচ্চশিক্ষিতদের জড়বাদী সংশয়াত্মক ইন্দ্রিয়পরায়ণ জীবে পরিণত করছে | এর প্রতিশেধক 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা'র বহুল প্রচার ও অধ্যয়ণ |


ব্রহ্মচর্য বিদ্যার ভিত্তি হওয়া চাই যথার্থ চরিত্রগঠনের জন্য | সেই শিক্ষাই শিক্ষা যা মানুষকে নির্মল করে ও আত্মজ্ঞানলাভে যত্নবান করে | বর্তমান অনাধ্যাত্মিক শিক্ষা যা মানুষকে শিক্ষিত পশুতে ক্রমান্বয়ে পরিণত করছে তা আশুসংশোধনসাপেক্ষ আধ্যাত্মিকতার দিশায় | নচেৎ, মানুষ বর্বরতার দিকে, ধ্বংশের দিকে অগ্রসর হবে অনিবার্যরূপে |


এর প্রতিকার চাই ভারতের সনাতন সংস্কৃতির রক্ষার্থে ও তার পুনরোত্থানের জন্য | ভারতবর্ষের সভ্যতার ভিত্তি এই সনাতন ধর্ম | তার বহুল প্রচার চাই | শিক্ষায়, সংস্কৃতিতে তার অধিষ্ঠান আবশ্যক | আজ বাংলার বুকে যে ঘুণ ধরেছে নাস্তিকতার ও বামমনস্ক জড়বাদের তার সমূলে উৎপাটন একমাত্র বেদান্তনির্ঘোষে, আধ্যাত্মিকতার প্লাবনে সম্ভব | এখন উপায় রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবধারায় ভারতবর্ষকে ভাসানো | জয় রামকৃষ্ণ !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment