Saturday, 1 May 2021

এবার মানুষ হওয়ার পালা


এবার মানুষ হওয়ার পালা

-------------------------------------

সুসংস্স্কারসম্পন্ন মানুষ বড়ই বিরল | অধিকাংশই নিম্নদৃষ্টিসম্পন্ন জড়বাদী মানুষ যাঁরা ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বাইরে কিছু দেখতে পান না ও বাস্তবসত্যের ঊর্দ্ধে যে ভাবসত্য আছে, তার হদিস পান না | সাধারণ মানুষ থেকে শুরু করে অসাধারণ মেধাসম্পন্ন তথাকথিত মহামানব পর্যন্ত বস্তুবাদের এই মোহজালে আবদ্ধ | তাই তাঁদের ঈশ্বরবিষয়ক ইতিবাচক অথবা নেতিবাচক কথা ধর্তব্য নয় | একমাত্র সাধু মহাপুরষের আপ্তবাক্যই গ্রহণযোগ্য | তাঁদের অনুভূতিসিদ্ধ ব্রহ্মবচন যা শ্রদ্ধাসহকারে গ্রহণযোগ্য | আপ্তবাক্যে, শাস্ত্রবাক্যে, বেদবাক্যে বিশ্বাসস্থাপন নির্দ্বিধায় করা যায় এবং তাতেই পরম কল্যাণ | পরিশেষে তাই বলি, পণ্ডিতমূর্খ কবি, সাহিত্যিক, শিল্পী ও বৈজ্ঞানিক যাঁরা ইন্দ্রিয়াসক্ত নাস্তিক, তাঁদের মোহাচ্ছন্ন ক্ষীণচেতনার বাকপ্রকাশের দ্বারা বিভ্রান্ত হবেন না | এঁরা বদ্ধজীব, সে সাধারণ সংসারাবদ্ধ মানুষই হক আর জড়বাদী তথাকথিত মহামানবই হন | ঈশ্বরলাভ যাঁর হয়নি অথবা যিনি সে পথে সঠিকভাবে অগ্রসর হননি, তাঁকে কোনভাবেই মহামানব বলা যায় না | অথচ, এই আক্ষাই প্রায়শই দেওয়া হয় তাঁদের | তাই আজ বাংলা নিজ জড়বুদ্ধির দোষেই বিভ্রান্ত, মোহচক্রে আবদ্ধ পশুপ্রায় | এবার মানুষ হওয়ার পালা |

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment