Wednesday 26 May 2021

শিবজ্ঞানে জীবসেবা


শিবজ্ঞানে জীবসেবা 


কর্মমাত্রেই সেবা নয় | আসক্ত স্বার্থপর কর্ম সেবা নয় | একই ভাবে সেবাকর্ম বলতে আমরা প্রচলিত অর্থে যা বুঝি তা যদি শ্রদ্ধাবিবর্জিত হয় তো তা সেবা নয় | যাঁকে সেবা করব তাঁকে যদি শ্রদ্ধাই না করলাম তো তাঁকে সেবা করলাল কোথায় ? শ্রদ্ধা সেবা, পূজার সার | এই শ্রদ্ধার অভাবেই জাতির পতন সংঘটিত হয় আবার এই শ্রদ্ধাসহকারেই জাতির উত্থান হয় |


একদিন দক্ষিণেশ্বরে ঠাকুর বৈষ্ণবধর্মের তিনটি মুখ্য কর্তব্য আলোচনাকালে এই কথাই বলে উঠলেন আচমকা | " 'জীবে দয়া ?' তুই কীটানুকীট | তুই জীবে দয়া করার কে ? জীবে দয়া করবেন ঈশ্বর | না, না, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবসেবা |" নরেন্দ্রনাথ এই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন | তিনি বলে উঠলেন, "আজ যা শুনলাল ঠাকুরের মুখে, যদি প্রভু দিন দেন তো সারা পৃথিবীতে ছড়িয়ে দেব এই ভাব |" শুরু হল রামকৃষ্ণ-বিবেকানন্দ সেবাযোগ |


বীজাকারে বহন করে নিয়ে চলেছেন যতিরাজ ভারতবক্ষে এক প্রান্ত থেকে অপর প্রান্তে গুরুপ্রদত্ত মহা ভারতসংকল্প | মাত্র তেইশ বছর বয়স | পরিব্রাজনকালে কারো প্রশ্নের উত্তরে বলেছিলেন, "কি করি ? আমার গুরুদেব ভারতের ভার দিয়ে গেছেন আমার মাথায় |" কখনও দরিদ্রের কুটিরে, কখনও রাজপ্রাসাদে, কখনও পার্বত্য গুহাকন্দরে, কখনও বৃক্ষতলে, আবার একদা সমুদ্রবক্ষে শিলাখণ্ডে ধ্যানরত -- অনামী সন্ন্যাসী এই সেবাযজ্ঞের প্রস্তুতি নিয়ে চলেছেন তাঁর বিরাট হৃদয়ে, তাঁর মহৎ সংকল্পে ও তাঁর ঋষিনেত্রে প্রতিভাত ভবিষ্যৎ কল্পনায় |


প্রচারের পূর্বে প্রস্তুতি | নির্বিকল্প সমাধিবান যুবা ঋষি যেন সেই শ্বেতাশ্বতর শ্রুতির 'কশ্চিৎ ধীরা', আধুনিক যুগে বহন করে এনেছেন 'বহুযুগের ওপার হতে আশার আলো' একালের ঘোর তমসা ঘোঁচাবার জন্য | কিন্তু দেশ জাগেনি তখনও | তাই সমুদ্রপার |


শিকাগো ধর্ম মহাসভা, ১৮৯৩, ১১ সেপ্টেম্বর | ত্রিশ বর্ষের তরুণ সেদিন বিশ্ববাসীকে এক নতুন বাণী শোনালেন -- সনাতন ভারতের শাশ্বত সংগীত যা একদা সিন্ধু-সরস্বতীর তীরে কবিকন্ঠে গীত হয়েছিল | রোমাঞ্চিত হল ইয়োরোপ-আমেরিকার শ্রেষ্ঠ বিদগ্ধজন | ১৯ সেপ্টেম্বর হিন্দুধর্মের ওপর বিশেষ রচনা পাঠ করলেন প্রাচীনতম সভ্যতার নবীনতম ঋষি | হিন্দুধর্ম নবকলেবরে বিশ্বসভায় আত্মপ্রকাশ করল |


সাড়ে তিন বছর পর যখন পাশ্চাত্য হতে স্বামীজী দেশে ফিরলেন তখন প্রথমেই তাঁর স্বদেশ উদ্ধারকল্পে কর্মের জন্য গুরুভাইদের ও ঠাকুরের সকল গৃহী ভক্তদের নিয়ে গঠন করলেন 'রামকৃষ্ণ মিশন' | এঁর আদর্শ রচনা করলেন এইমত -- 'আত্মনো মোক্ষার্থায় জগদ্ধিতায় চ', অর্থাৎ, নিজের আধ্যাত্মিক মুক্তির জন্য ও জগতের হিতের জন্য নিয়োজিত হবেন 'রামকৃষ্ণ মিশন' | এই জগতের হিতই হল 'শিবজ্ঞানে জীবসেবা' | 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment