Wednesday, 19 May 2021

একটি নিবেদন, আবেদনও বলতে পারেন 


একটি নিবেদন, আবেদনও বলতে পারেন 

---------------------------------------------------------

যাঁরা ছবিকে এত প্রাধান্য দেন, ভাবকে দেন না, চিন্তাকে অবহেলা করেন, তাঁরাই বিগ্রহপূজাকে পৌত্তলিকতায় পরিণত করেন | এ বড়ই দুর্ভাগ্যের বিষয় যে হিন্দুর এমন অসামান্য আধ্যাত্মিক ভাবসম্পদ এ হেন অযোগ্যের হস্তে জড়বস্তুতে পরিণত হয়েছে | দয়া করে লেখাগুলো পড়বেন, শুধু ছবি দেখে ক্ষান্ত হবেন না | ভারতীয় সংস্কৃতি আপনাদের কাছে এর থেকে বেশী আশা করেন |

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment